বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলো মুশফিকরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৭ মার্চ ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলো মুশফিকরা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (১৭ মার্চ)। মহানায়কের শততম জন্মবার্ষিকী উদযাপন করেছে ক্লাব ক্রিকেটের জনপ্রিয় দল আবাহনী লিমিটেড।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন করেন আবাহনী দলের বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম, কোচ খালেদ মাহমুদ সুজনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ক্রিকেট, ফুটবলসহ দেশের সবধরনের খেলাধুলা বন্ধ রাখা হয়েছে। সোমবার সরকার প্রধানের নির্দেশ মোতাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী এ ঘোষণা দেন।

সকল খেলাধুলা বন্ধ ঘোষণায় স্থগিত হয়ে গেছে বুধবার (১৮ মার্চ) থেকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের খেলাও। তবে খেলা বন্ধ হলেও অনুশীলনের জন্য মিরপুরে এসেছিল আবাহনী ক্রিকেট দল।
sportsmail24
আবাহনীর অধিনায়ক মুশফিক বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) যদি জন্ম না নিতেন, তবে আমরা সম্ভবত একটি স্বাধীন দেশ পেতাম না। আমরা সম্ভবত ক্রিকেটও খেলতে পারতাম না। দল মত নির্বিশেষে আমাদের দায়িত্ব জাতির জনক ও মহান এ ব্যক্তির শততম জন্মবার্ষিকী উদযাপন করা।’

রোববার (১৫ মার্চ) থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের আসরটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ’।


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ

এবার স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনীকে হ্যাটট্রিক শিরোপা দিতে চান মুশফিক

আবাহনীকে হ্যাটট্রিক শিরোপা দিতে চান মুশফিক

দেশের সকল খেলাধুলা বন্ধ ঘোষণা

দেশের সকল খেলাধুলা বন্ধ ঘোষণা

তামিমদের কাছে হার মানলো মাহমুদউল্লাহরা

তামিমদের কাছে হার মানলো মাহমুদউল্লাহরা