টাইম আউটে মাঠেই চার ক্রিকেটারের মাগরিবের নামাজ আদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৪ জানুয়ারি ২০২২
টাইম আউটে মাঠেই চার ক্রিকেটারের মাগরিবের নামাজ আদায়

ক্রিকেট মাঠে খেলার বিরতিতে ক্রিকেটারদের নামাজ আদায় করার দৃশ্য এখন আর নতুন নয়। আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া ম্যাচেও বিষয়টি এখন নিয়মিত দেখা যায়। ধর্মীয় দায়িত্ব পালনে ক্রিকেটারদের মধ্যেও এর হারটা বেড়েছে। সোমবার (২৪ জানুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দেখা গেল এ দৃশ্য।

বিপিএলের গতকাল শনিবার (২৩ জানুয়ারি) ম্যাচ চলাকালে মাঠে মাগরিবের নামাজ আদায় করেছিলেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার (২৪ জানুয়ারি) সেই তালিকাটা আরও বর্ধিত হলো। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাগরিবের নামাজ আদায় করলেন খুলনা টাইগার্সের চার ক্রিকেটার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংসের প্রথম ৬ ওভার শেষে স্ট্র্যাটেজিক টাইম আউটের বিরতিতে (আড়াই মিনিট) দৌড়ে ড্রেসিংরুমে যান খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। তার পেছনে দৌড়ে যান সোহরাওয়ার্দী শুভ ও কামরুল ইসলাম রাব্বি।

মুশফিক রহিম ও সোহরাওয়ার্দী শুভ দৌড়ে ড্রেসিং রুমের ভেতরে গিয়ে নামাজ আদায় করলেও কামরুল রাব্বি টাওয়েল বিছিয়ে মাঠে ডাগআউটের সামনে দাঁড়িয়ে যান। তিনি সেখানেই মাগরিবের নামাজ আদায় করেন।

তারা তিনজন মাঠের বাইরে গিয়ে নামাজে দাঁড়ালেও উইকেটে কাছেই ঘাসের উপর মাগরিবের নামাজ আদায় করতে দাঁড়িয়ে যান খুলনার হয়ে খেলা আফগান পেসার নাভিন উল।

মাত্র আগে থেকেই অজু থাকায় মাত্র আড়াই মিনিটের বিরতিতেই চার ক্রিকেটার নামাজ আদায় করে আবারও মাঠে ফিরেন। ফলে নির্দিষ্ট সময়ে খেলা শুরু করতে কোন সমস্যার সম্মুখিন হতে হয়নি আম্পায়ারের।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এক জয়েই বদলে গেছে ঢাকার ড্রেসিং রুমের পরিবেশ : শুভাগত হোম

এক জয়েই বদলে গেছে ঢাকার ড্রেসিং রুমের পরিবেশ : শুভাগত হোম

সাকিবের বরিশালকে হারিয়ে প্রথম জয়ে মিনিস্টার ঢাকা

সাকিবের বরিশালকে হারিয়ে প্রথম জয়ে মিনিস্টার ঢাকা

উইকেট নয়, ডট বলেই লক্ষ্য নাসুমের

উইকেট নয়, ডট বলেই লক্ষ্য নাসুমের

টানা ফিফটি, বিপিএলে সর্বোচ্চ রানের মালিক তামিম

টানা ফিফটি, বিপিএলে সর্বোচ্চ রানের মালিক তামিম