খেলাধুলার উন্নয়নে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ১৪৯৮ কোটি টাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৮ জুন ২০১৮
খেলাধুলার উন্নয়নে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ১৪৯৮ কোটি টাকা

দেশের যুবসমাজকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে দক্ষ কর্মী বাহিনীতে রূপান্তর করা এবং তাদের কর্মসংস্থানের জন্য সরকারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি, প্রমীলা প্রশিক্ষণার্থীদের জন্য ক্রীড়া উন্নয়ন কার্যক্রম এবং যথাযথ ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজও চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় এবার আগামী অর্থবছরের (২০১৮-১৯) প্রস্তাবিত বাজটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। চলতি অর্থবছরের (২০১৭-১৮) সংশোধিত বাজেটের চেয়ে তা ৩০৭ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দের মধ্যে ১ হাজার ১৯৩ কোটি টাকা পরিচালনা খাতে এবং বাকি ৩০৫ কোটি টাকা উন্নয়ন খাতে ব্যয় করা হবে। ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালনা খাতে ৯৬৫ কোটি এবং উন্নয়ন খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।

বাজেট বক্তব্যে সরকারি উৎসাহ ও প্রণোদনায় ক্রিকেট ও ফুটবলে নারীরা ইতোমধ্যে প্রশংসনীয় সাফল্য এনেছে বলে বলেও জানান অর্থনীতি।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেট্রোরেলে ক্রিকেটের ছবি প্রকাশ করলো ক্রিকইনফো

মেট্রোরেলে ক্রিকেটের ছবি প্রকাশ করলো ক্রিকইনফো

প্রধানমন্ত্রীর মুখেও মাশরাফি-সাকিবের নির্বাচন

প্রধানমন্ত্রীর মুখেও মাশরাফি-সাকিবের নির্বাচন

সকল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প গ্রহণ

সকল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে প্রকল্প গ্রহণ

বিশ্বকাপ উপলক্ষে নিদ্রাহীন পতাকার কারিগররা

বিশ্বকাপ উপলক্ষে নিদ্রাহীন পতাকার কারিগররা