শ্যুটিংয়ে মুন, আরচ্যারিতে চ্যাম্পিয়ন মিথুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৪ জুলাই ২০২২
শ্যুটিংয়ে মুন, আরচ্যারিতে চ্যাম্পিয়ন মিথুন

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘ওয়ালটন স্পোর্টস কার্নিভাল-২০২২’-এ সমাপনী দিনে শ্যুটিং, আরচ্যারি এবং নারীদের দ্বৈত ক্যারম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুন) এসব ইভেন্ট অনুষ্ঠিত হয়।

শ্যুটিংয়ে ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুন পূর্ণ ২৪ পয়েন্ট (৮-৮-৮) পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ফ্রিল্যান্সার মাহবুব আলম খান, তিনি পেয়েছেন ২১ পয়েন্ট (৮-৭-৬) এবং ২০ পয়েন্ট (৮-৬-৬) নিয়ে তৃতীয় হয়েছেন দৈনিক আজকের পত্রিকার শমসের আলী নাজিম।
sportsmail24

আরচ্যারি ইভেন্টে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মাঝহারুল ইসলাম মিথুন ২১ (৯-৮-৪) পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় হয়েছেন চ্যানেল আই অনলাইনের সাজ্জাদ খান, তিনি পেয়েছেন ২০ পয়েন্ট (৯-৮-৩)। এছাড়া দৈনিক যুগান্তরের জ্যৈাতির্ময় মন্ডল ১৬ পয়েন্ট (১০-৬-০) নিয়ে তৃতীয় হয়েছেন।
sportsmail24

এছাড়া নারীদের দ্বৈত ক্যারম ইভেন্টে মাকসুদা লিসা ও ফরিদা বক্তেয়ারা জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। এ ইভেন্টে রানার্স-আপ হয়েছেন সামিনা রশ্নি ও হিমু আক্তার জুটি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্সের সদস্য হলেন জাহিদ আহসান

কমনওয়েলথ ইয়ুথ মিনিস্টার্স টাস্কফোর্সের সদস্য হলেন জাহিদ আহসান

সবচেয়ে কম টেস্ট খেলে শততম হার বাংলাদেশের

সবচেয়ে কম টেস্ট খেলে শততম হার বাংলাদেশের

বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ

বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ

নিজেদের কাজ ঠিকঠাক করতে পারছি না বলেই প্রতিপক্ষ শাস্তি দিচ্ছে:  ডমিঙ্গো

নিজেদের কাজ ঠিকঠাক করতে পারছি না বলেই প্রতিপক্ষ শাস্তি দিচ্ছে: ডমিঙ্গো