সরকার বিরোধী বিক্ষোভে লঙ্কার দুই ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৯ জুলাই ২০২২
সরকার বিরোধী বিক্ষোভে লঙ্কার দুই ক্রিকেটার

শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। মাঝে কিছুদিন বিক্ষোভ বন্ধ থাকলেও আবারও আন্দোলন শুরু করেছে দেশটির জনগন। এবার সেই আন্দোলনে সরাসরি যোগ দিয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া ও রোশান মহানামা। সরাসরি আন্দোলনে যোগ না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার মতো ক্রিকেটাররা।

অর্থনৈতিক সংকটে জরাজীর্ণ শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছেন দেশটির জনগণ। এর মধ্যেই রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন দেশটির রাষ্ট্রপ্রধান গোতবায়া রাজাপক্ষে।

শ্রীলঙ্কায় জ্বালানি, বিদ্যুৎ, ও খাবারের বিরাট ঘাটতি দেখা দিয়েছে। এমনকি ওষুধ সরবরাহ ব্যহত। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এবার রাষ্ট্রপতি রাজাপক্ষের পদত্যাগের দাবি তোলেছে জনগণ। তার দলের ১৬ সংসদ সদস্যও একই দাবি তোলেছে । রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিয়েছে সাবেক লঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়া ও রোশান মহানামা।

শনিবার ( ৯ জুলাই ) দুপুরে রাষ্ট্রপতি ভবনের কঠোর নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়েই বাসভবনের দখল নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়া টুইটে লিখেছেন, “আমি সবসময় শ্রীলঙ্কার মানুষের সঙ্গে আছি। দ্রুত আমরা জয় উদযাপন করবো, এটা চলবেই। কোনও লঙ্ঘন হবে না।”

আরেক সাবেক ক্রিকেটার ও আইসিসির ম্যাচ রেফারি রোশান মহানামা টুইটারে লিখেছেন,“জাতিগত ও ধর্মীয় বিভাজন নির্বিশেষে আমি সকল শ্রীলঙ্কার মানুষকে অনুরোধ করব, ৯ জুলাই অহিংস প্রতিবাদে সামিল হতে। এই লড়াই শুধু নিজেদের বেঁচে থাকারই নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও।”

তিনি আরও লিখেন, “১৯৪৮ সালের পর গোটা দেশ একত্রিত হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ধারাকে বদলে দেওয়ার এটাই শেষ সুযোগ আমাদের কাছে। আমি জীবনের অনেকটাই পার করে ফেলেছি। আমি চাই তরুণ প্রজন্মের কাছে এই শ্রীলঙ্কাকে আরও ভাল বাসযোগ্য় জায়গা করে যাব। আমি প্রতিবাদে শামিল হচ্ছি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সৌদির রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে গেলেন শোয়েব আখতার

সৌদির রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে গেলেন শোয়েব আখতার

বন্যার্তদের সাহায্যে নিজের এক মাসের বেতন দান করছেন মুশফিক

বন্যার্তদের সাহায্যে নিজের এক মাসের বেতন দান করছেন মুশফিক

কলম্বোতে কারফিউ, স্থগিত হলো পাকিস্তানের অনুশীলন

কলম্বোতে কারফিউ, স্থগিত হলো পাকিস্তানের অনুশীলন

২৭ আগস্ট এশিয়া কাপ শুরু, দাবি শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের

২৭ আগস্ট এশিয়া কাপ শুরু, দাবি শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের