মারা গেছেন জার্মান কিংবদন্তি ফুটবলার উয়ে সিলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ এএম, ২২ জুলাই ২০২২
মারা গেছেন জার্মান কিংবদন্তি ফুটবলার উয়ে সিলার

কখনো বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরো না জিতলেও জার্মানির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন উয়ে সিলার। ৮৫ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে জার্মান ক্লাব হামবুর্গ।

ক্যারিয়ারের পুরোটা সময় জার্মান ক্লাব হামবুর্গের হয়ে খেলেছেন উয়ে সিলার। বৃহস্পতিবার (২১ জুলাই) তারাই উয়ে সিলারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। ১৯৫৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ক্লাবটির অয়ে ৫৮০ ম্যাচে ৪৯০ গোল করেন তিনি। বর্তমানে জার্মানির লিগের দ্বিতীয় স্থরে খেলছে ক্লাবটি।

পশ্চিত জার্মানির হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন এই স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের চার আসরে গোল করা ফুটবলারও তিনি। পশ্চিম জার্মানির হয়ে ৭২ ম্যাচে ৪৩ গোল করেন তিনি।

বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরো জিততে না পারা উয়ে সিলার তিনবার জার্মানির সেরা ফুটবলারের খেতাব জেতেন। ১৯৬০ সালে ব্যালন ডি’অর লড়াইয়ে তৃতীয় হন।

উয়ে সিলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বুন্দেসলিগার ক্লাবগুলো। এছাড়াও সমবেদনা ও শোক প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 

তারা জানিয়েছে, সিলারের প্রতি সম্মান জানিয়ে উইমেনস ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানি ও অস্ট্রিয়া ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্ন কোচের সাথে সম্পর্কে জড়িয়ে দায়িত্ব হারালেন জার্মান নারী সাংবাদিক

বায়ার্ন কোচের সাথে সম্পর্কে জড়িয়ে দায়িত্ব হারালেন জার্মান নারী সাংবাদিক

অস্ট্রিয়ান ক্লাবের কোচ হলেন মিরোস্লাভ ক্লোসা

অস্ট্রিয়ান ক্লাবের কোচ হলেন মিরোস্লাভ ক্লোসা

টানা চার ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেলো জার্মানি

টানা চার ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেলো জার্মানি

স্যার ববিকে ছাড়িয়ে যাওয়া কেনের সামনে একমাত্র রুনি

স্যার ববিকে ছাড়িয়ে যাওয়া কেনের সামনে একমাত্র রুনি