কমনওয়েলথ গেমস টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩০ জুলাই ২০২২
কমনওয়েলথ গেমস টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ফিজির বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছিল দাপুটে জয়। গায়ানার বিপক্ষে উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ টেবিল টেনিস দল। বাংলাদেশের হয়ে খেলেছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির ও রামহীম বম।

কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে প্রথমবারের মতো খেলতে নামে বাংলাদেশ। অভিষেক ম্যাচেই ফিজিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় লাল সবুজের প্রতিনিধিরা।

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল গায়ানা। ম্যাচের শুরু থেকেই উত্তেজনা তৈরি করা এই ম্যাচ শেষ ৩-২ ব্যবধানে জেতে হৃদয়-রামহীম জুটি। 

গায়ানার বিপক্ষে হৃদয়-রামহীম জুটি ৩-২ গেমে ফ্র্যাঙ্কলিন ও ভ্যান লাঙে জুটিকে হারান। এরপর সিঙ্গেলে সাব্বির ৩-১ ব্যবধানে হারেন ব্রিটনের কাছে।

তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যবধানে ভ্যান লাঙের বিপক্ষে হারলে পিছিয়ে পড়ে লাল সবুজের প্রতিনিধিরা। পরে রামহীম ৩-০ ব্যবধানে জিতে সমতায় ফেরে। পঞ্চম ও শেষ সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিল ফ্যাঙ্কলিন। ওই সেট জিতলে বাংলাদেশ ম্যাচটাই জিতে নেয়।

টেবিল টেনিসে সবগুলো ম্যাচ মাঠে বসে দেখেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। ম্যাচ জেতায় তাৎক্ষণিকভাবে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রেশার বাড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ

প্রেশার বাড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ

কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরাজ চোপড়া

কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরাজ চোপড়া

শ্যুটিংয়ে মুন, আরচ্যারিতে চ্যাম্পিয়ন মিথুন

শ্যুটিংয়ে মুন, আরচ্যারিতে চ্যাম্পিয়ন মিথুন

চার বছরের প্রেম, এবার বিয়ে করলেন দেশের দুই অ্যাথলেট

চার বছরের প্রেম, এবার বিয়ে করলেন দেশের দুই অ্যাথলেট