ইতিহাস গড়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বাবর আজম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৫ আগস্ট ২০২২
ইতিহাস গড়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন বাবর আজম

ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। ব্যক্তিগত পারফর্মেন্সে দারুণ সময় কাটানো বাবর আজমের অর্জনের ঝুলিতে এবার যুক্ত হয়েছে রাষ্ট্রীয় সম্মাননা। সবচেয়ে কম বয়সী হিসেবে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেয়েছেন বাবর আজম।

মাত্র ২৭ বছর বয়সে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন তিনি। ক্রিকেটার হিসেবে বাবর আজমই নন আরও পাচ্ছেন বিসমাহ মারুফ ও মাসুদ জান।

পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ পাচ্ছেন তমঘহ-ই-ইমতিয়াজ পুরষ্কার। পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক মাসুদ জানের হাতে উঠবে প্রাইড অব পারফর্মেন্স পুরষ্কার।

সিতারা-ই-ইমতিয়াজ পুরষ্কারে ভূষিত হওয়ার সময় বাবর আজম ভেঙেছেন তারই জাতীয় দল সতীর্থ সরফরাজ আহমেদের রেকর্ড। ২০১৮ সালে ৩১ বছর বয়সে এই পুরষ্কার জিতেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানি ও বিদেশি মিলিয়ে ২৫৩জনকে বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে। নাম ঘোষণা হলেও এখনই পুরষ্কার হাতে পাবেন না তারা। ২০২৩ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে দেওয়া হবে এই পুরষ্কার।

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪২ টেস্ট, ৮৯ ওয়ানডে ও ৭৪ টি-টোয়েন্টি খেলেছেন। এই সময়ে পাকিস্তানের হয়ে ১০ হাজার ২৫০ রান করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের ঘোষিত দলে পরিবর্তন হবে না: বাবর

এশিয়া কাপের ঘোষিত দলে পরিবর্তন হবে না: বাবর

এশিয়া কাপের আগে শাহীন আফ্রিদিকে নিয়ে শঙ্কায় পাকিস্তান

এশিয়া কাপের আগে শাহীন আফ্রিদিকে নিয়ে শঙ্কায় পাকিস্তান

শ্রীলঙ্কার পর কমনওয়েলথ গেমস থেকে পালালেন দুই পাকিস্তানি

শ্রীলঙ্কার পর কমনওয়েলথ গেমস থেকে পালালেন দুই পাকিস্তানি

খেলা ছাড়ার পরও হাঁটুর ইনজুরিতে শল্যবিদের ছুরির নিচে শোয়েব আকতার

খেলা ছাড়ার পরও হাঁটুর ইনজুরিতে শল্যবিদের ছুরির নিচে শোয়েব আকতার