জাতীয় প্রেস ক্লাবে উদ্বোধন হলো ফিটনেস সেন্টার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২
জাতীয় প্রেস ক্লাবে উদ্বোধন হলো ফিটনেস সেন্টার

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সাইফ পাওয়ার টেকের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে চালু হলো ফিটনেস সেন্টার। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের নবনির্মিত ফিটনেস সেন্টারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিটনেস সেন্টারটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর-এর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়াসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
sportsmail24
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। দেশ ও মানুষের কল্যাণে তারা সর্বদা নিবেদিত। করোনার দুঃসময়েও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের এ কর্মব্যস্ততার মাঝে জাতীয় প্রেস ক্লাবের ফিটনেস সেন্টারটি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখবে। এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নিগার সুলতানা জ্যোতি

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নিগার সুলতানা জ্যোতি

এশিয়া কাপ: মারামারির ঘটনায় ৩৯১ আফগান সমর্থক গ্রেফতার

এশিয়া কাপ: মারামারির ঘটনায় ৩৯১ আফগান সমর্থক গ্রেফতার

রানীর শোকে স্থগিত ইংল্যান্ডের সব খেলাধুলা

রানীর শোকে স্থগিত ইংল্যান্ডের সব খেলাধুলা

৩ কোটি ৮৮ লাখ টাকার বিশেষ অনুদান পেল ৭৭৬৭ জন অস্বচ্ছল ক্রীড়াসেবী

৩ কোটি ৮৮ লাখ টাকার বিশেষ অনুদান পেল ৭৭৬৭ জন অস্বচ্ছল ক্রীড়াসেবী