থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের পাশে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৮ জুলাই ২০১৮
থাইল্যান্ডে গুহায় আটকে পড়া কিশোরদের পাশে ফিফা

দু’সপ্তাহ ধরে একটি গুহায় আটকে রয়েছে থাইল্যান্ডের এক ঝাঁক কিশোর ফুটবলার ও তাদের কোচ। পাহাড়ের গুহা থেকে ১১ থেকে ১৬ বছরের কিশোর ফুটবলারদের বের করে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সেদেশের সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের গুহার মধ্যে থাকা ফুটবলারদের কষ্টের জীবনের ছবি প্রকাশ করেছে সেনাবাহিনী। সেটি এখন ভাইরাল। সেই ভাইরাল ছবিগুলো চোখে পড়েছে ফুটবলের প্রধান সংস্থা ফিফার। তাই ওয়াইল বোয়ার্স দলের ফুটবলারদের জীবন মৃত্যুর লড়াইয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করলো ফিফা।

কিশোর ফুটবলারদের পাশে থাকার কথা জানিয়ে থাইল্যান্ডের ফুটবল সংস্থার মাধ্যমে বিশেষ বার্তা পাঠিয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘তোমরা সুস্থ শরীরে গুহা থেকে বেরিয়ে এসো। তারপর তোমাদের পরিবারের সাথে মস্কোর বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা করে দিব আমরা। আশা করি, তোমরা খুব শিগগিরই মুক্ত জীবন ফিরে পাবে এবং ফাইনাল ম্যাচে তোমাদের পাশে পাব।’

দুই সপ্তাহের বেশি সময় ধরে উত্তর থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার সংকীর্ণ ও উঁচু-নিচু জলমগ্ন গুহায় আটকে রয়েছেন তারা। তাদেরকে উদ্ধার অভিযানে নেমেছে দেশটির নৌবাহিনীর ডুবুরিরা।

বিপজ্জনক এ উদ্ধার অভিযান ইতোমধ্যে গুহায় প্রবেশ করেছেন ১৩ বিদেশি ডুবুরি ও থাইল্যান্ডের নৌবাহিনীর অভিজাত শাখা থাই নেভি সিলের পাঁচ সদস্য। তবে আটকে পড়া কিশোরদের বের করে আনতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিয়াং রাই প্রদেশের গভর্নর।


শেয়ার করুন :


আরও পড়ুন

সেমি ফাইনালে কে কখন কার মুখোমুখি

সেমি ফাইনালে কে কখন কার মুখোমুখি

রাশিয়ার প্রেমে পড়েছে গোটা বিশ্ব

রাশিয়ার প্রেমে পড়েছে গোটা বিশ্ব

রক্ষা পাচ্ছেন না রোনালদোর বান্ধবী জর্জিনাও

রক্ষা পাচ্ছেন না রোনালদোর বান্ধবী জর্জিনাও

বিয়ে করেছেন এনামুল হক বিজয়

বিয়ে করেছেন এনামুল হক বিজয়