তিন বছরে দ্বিতীয় দফায় ফিফার নিষেধাজ্ঞার সামনে পড়েছে ভারতের ফুটবল ফেডারেশন। ফিফা ও এএফসি’র পক্ষ থেকে পাঠানো চিঠিতে ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছে। অন্যথায় সম্ভাব্য নিষেধাজ্ঞার তথ্যও উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) পাঠানো চিঠিতে বলা হয়, নতুন সংবিধান চূড়ান্ত করা এবং রূপায়ণে বার বার দেরি হওয়ায় বিষয়টি নিয়ে ফিফা গভীরভাবে চিন্তিত।
২০১৭ সালে সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকেই ঝুলে রয়েছে। বার বার অনুরোধ সত্ত্বেও স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি করেনি ভারত। ফলে দেশটির ফুটবলে ‘অসহনীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা’ তৈরি হয়েছে বলেও জানিয়েছে ফিফা।
ফিফার সদস্য দেশগুলোর মুখ্য কর্মকর্তা এলখান মাম্মাদভ এবং এএফসি-র সদস্য দেশগুলোর ডেপুটি জেনারেল সেক্রেটারি ভাহিদ কারদানির স্বাক্ষরিত চিঠি আরও বলা হয়, চলতি বছরের ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধানের সাহায্য নিয়ে নির্বাচন করতে হবে।
এছাড়া ফেডারেশনের পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই সব কিছুই ফেডারেশনকে করতে হবে স্বাধীনভাবে। সরকার বা কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করবে না ফিফা।