বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে মালয়েশিয়া গেল বাংলাদেশ ক্যারম দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০২ অক্টোবর ২০২২
বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে মালয়েশিয়া গেল বাংলাদেশ ক্যারম দল

আন্তর্জাতিক ক্যারম ফেডারেশন আয়োজিত ‘৮ম বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ’ -এ অংশ নিতে মালয়েশিয়া গেল বাংলাদেশ ক্যারম দল। শনিবার (২ অক্টোবর) দিনগত রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালোয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল। বহরে ৮ জন খেলোয়াড় ও ২ জন কর্মকর্তা রয়েছেন।

বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। তিনি দলের ম্যানেজারের দায়িত্বও পালন করবেন।

মালয়েশিয়ার লঙ্কাবিতে ১৭ দেশের প্রায় ২৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। সোমবার থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্ট চলবে পাঁচদিন ব্যাপী।

আন্তর্জাতিক এ টুর্নামেন্টকে সামনে রেখে ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিল বাংলাদেশ ক্যারম ফেডারেশন। সেখান থেকে ৪ জন পুরুষ ও ৪ জন নারী খেলোয়াড় নিয়ে জাতীয় দল গঠন করা হয়।

সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পুনেতে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, আমরা ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিলাম। সেখান থেকে ৪ জন পুরুষ ও ৪ জন নারী খেলোয়াড় নিয়ে জাতীয় দল গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা একটা ভালো ফলাফল করতে চাই। আমাদের দলে আছেন ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে ৫ম স্থান অধিকার করা হেমায়েত মোল্লা। আছেন হাফিজুর রহমান। তাদের দিয়ে বিশ্বের যেকোনো দেশকেই আমরা ফাইট দিতে পারবো আশা করি।


এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পুনেতে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কাপে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল
হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী রবিন, আবদুল খালেক, আফসানা নাসরিন, ফারাজানা বানু, শামসুন্নাহার মাকসুদা ও সাবিনা আক্তার।

অফিসিয়াল: আশরাফ আহমেদ লিয়ন (টিম ম্যানেজার), হাসনাইন ইমতিয়াজ শিহাব (টিম অফিসিয়াল)।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ এশিয়া অনুর্ধ্ব-১৫ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দক্ষিণ এশিয়া অনুর্ধ্ব-১৫ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

সাফ জয়ী নারী ফুটবল দলকে কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

চলতি বছর থেকে চালু হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

চলতি বছর থেকে চালু হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট

ডেথ ওভারেই সর্বনাশ, সমর্থকদের জন্য সাকিবের দুঃখ প্রকাশ

ডেথ ওভারেই সর্বনাশ, সমর্থকদের জন্য সাকিবের দুঃখ প্রকাশ