টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০২ পিএম, ১২ মার্চ ২০২৩
টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক সিরিজ জয়লাভ করায় বাংলাদেশের অবিস্মরণীয় গৌরব অর্জন।

বাংলাদেশ ক্রিকেট দল ছাড়াও সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক সিরিজ জয়লাভ করার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ। এর মাধ্যমে ক্রিকেটের টি টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেল।”

তিনি আরও বলেন, “আমি আশা করি, আগামী ম্যাচেও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে আমাদের দামাল ছেলেরা জয়ের ধারা অব্যাহত রাখবে।”

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারেলেও এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম কোন সিরিজ জয়।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ

ইংল্যান্ড বধে ইতিহাস গড়লো বাংলাদেশ

১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবার ইংল্যান্ড : মাশরাফি

বিশ্বচ্যাম্পিয়ন ও বাংলাদেশের পার্থক্য দেখতে চান হাথুরুসিংহে

বিশ্বচ্যাম্পিয়ন ও বাংলাদেশের পার্থক্য দেখতে চান হাথুরুসিংহে