১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১২ মার্চ ২০২৩
১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত খেলা বাংলাদেশ ওই ম্যাচে জয় তুলে নিলেও ঢাকায় ফিরে দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে ফেরানো হয়। মিরাজের ফেরায় বাদ পড়েন শামীম পাটোয়ারী। একাদশে ফিরেই মিরাজ গড়লেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

ইংল্যান্ডকে আটকাতে অধিনায়ক সাকিব আল হাসান মোট আটজন বোলারকে ব্যবহার করেছেন। তার মধ্যে সবচেয়ে সফল হয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে তুলে নিয়েছেন ৪টি উইকেট।

চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ইংলিশ চার ব্যাটারকে সাজঘরে ফেরানোর পথে গড়েছে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। টি-টোয়েন্টি ফরম্যাটে মিরাজের এর আগে সেরা বোলিং ফিগার ছিল ১৭ রানে ৩ উইকেট।

১৭ রানে ৩ উইকেট নেওয়া মিরাজের সেরা বোলিং ফিগারটি ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ৩ ওভার বল করে এ রেকর্ড গড়েছিলেন মিরাজ।

রোববার (১২ মার্চ) ইংলিশদের বিপক্ষে নিজের সেরা বোলিং ফিগার গড়ার পথে মিরাজের প্রথম শিকার হন মঈন আলী। ইনিংসের নবম ওভারের শেষ বলে মঈনকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন মিরাজ।

ইনিংসের ১৫তম ওভারে বল হাতে এসে দ্বিতীয় শিকার তুলে নেন তিনি। মিরাজের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরেন স্যাম কারান।

এক বল পরেই তৃতীয় শিকার করেন মিরাজ। এরপর ১৭তম ওভারে বল করতে এসে শেষ বলে তুলে নেন চতুর্থ উইকেট। চার ওভার বল করে চার উইকেট শিকারে মিরাজ খরচ করেন ১২ রান।

এ ম্যাচের আগে দেশের জার্সি গায়ে ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন মেহেদী মিরাজ। যেখানে বল হাতে তার মোট উইকেট শিকারের সংখ্যা ৮টি। এছাড়া ব্যাট হাতে টি-টোয়েন্টি ফরম্যাটে মিরাজের মোট রান ২১৬ (১৭ ইনিংস)।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মিরাজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

‌যে কোচই আসুক আমাদের পারফর্ম করতে হবে-মিরাজ

‌যে কোচই আসুক আমাদের পারফর্ম করতে হবে-মিরাজ

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে মেহেদী মিরাজ

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে মেহেদী মিরাজ