এশিয়ান গেমসের কারণে জাকার্তার ৩৪টি স্কুল বন্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ৩০ জুলাই ২০১৮
এশিয়ান গেমসের কারণে জাকার্তার ৩৪টি স্কুল বন্ধ

এশিয়ান গেমস চলাকালীন জাকার্তা শহরের ৩৪টি স্কুল ৯দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ান সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন জাকার্তার গর্ভনর আনিয়েস বাসওয়েদান। এ সময়ের মধ্যে স্কুলের ছাত্র-ছাত্রীদের বাড়িতে থেকে পড়াশুনা করার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ২১-৩১ আগস্টের মধ্যে এশিয়ান গেমসের কারণে সংশ্লিষ্ট এলাকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একদিন আবার ঈদ-উল-আযহার ছুটি রয়েছে।

গভর্নর জানিয়েছেন, অ্যাথলেট ভিলেজ থেকে ভেন্যুগুলোতে খেলোয়াড়দের যাতায়াতের জন্য আটটি রুট নির্দিষ্ট করা হয়েছে। আর সেই রুটগুলো দিয়ে চলতে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের যেন কোন ধরনের বাঁধার মধ্যে পড়তে না হয় সে কারনেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অ্যাথলেট ভিলেজ কম্পাউন্ডের চারপাশে ৯টি স্কুল রয়েছে। এছাড়া বাকি স্কুলগুলো ভেন্যুর আশেপাশে অবস্থিত।

আনিয়েস জানিয়েছেন, এ সম্পর্কে সিটি এডুকেশন এজেন্সি সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপালদের সাথে আলোচনা করেছেন। ছাত্র-ছাত্রীরা যাতে এই সময়ের মধ্যে অন্যান্য স্কুলের থেকে পিছিয়ে না পরে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট বিশ্বের অভিনন্দনে ইমরান খান

ক্রিকেট বিশ্বের অভিনন্দনে ইমরান খান

চলতি বছরই হজে যাচ্ছেন সাকিব

চলতি বছরই হজে যাচ্ছেন সাকিব

সাকিবের পরিবর্তে নিষিদ্ধ স্মিথ

সাকিবের পরিবর্তে নিষিদ্ধ স্মিথ

‘শামির জন্য হাসিনের মনে এখনো প্রেম রয়েছে’

‘শামির জন্য হাসিনের মনে এখনো প্রেম রয়েছে’