ফরিদগঞ্জে প্রশিকা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৪ পিএম, ১৬ আগস্ট ২০১৮
ফরিদগঞ্জে প্রশিকা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও প্রধান শিক্ষক ফুটবল কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ফাইনালে বৃহস্পতিবার (১৬ আগস্ট) জয় বাংলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রগতি দল।

৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রদের অংশগ্রহণে প্রগতি বনাম জয় বাংলা দলের মধ্যকার এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোট ৪টি দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো- লাল সবুজ, নীল, প্রগতি ও জয় বাংলা।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সেলিম খান। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য আলিফ খান, আবুল হোসেন ভুঁইয়া, আলমগীর দর্জি, ডা. প্রদীপ কুমার সিংহ রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ও সাংবাদিক রিফাত কান্তি সেন।dgongফাইনাল খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শাহাদাত হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, হারুনুর রশিদ, শিউলী দাস,শিব্বির আহম্মেদ, মান্নান, আবুল হোসেন,নাছিমা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সবশেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে শত শত দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের উ'ৎসাহ দেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

হিটস্ট্রোকে শেরপুরে উদীয়মান ক্রিকেটারের মৃত্যু

হিটস্ট্রোকে শেরপুরে উদীয়মান ক্রিকেটারের মৃত্যু

এশিয়ান গেমসে ভারোত্তোলে ভারতের আশা ফিকে

এশিয়ান গেমসে ভারোত্তোলে ভারতের আশা ফিকে

ফেলপসের ২৩ বছরের রেকর্ড ভাঙলো ১০ বছরের আপুয়াদা

ফেলপসের ২৩ বছরের রেকর্ড ভাঙলো ১০ বছরের আপুয়াদা

ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা

ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা