সালার বিমানচালককে খুঁজতে অর্থ দিলেন এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯
সালার বিমানচালককে খুঁজতে অর্থ দিলেন এমবাপে

ফ্রেঞ্চ লিগে খেলা আর্জেন্টাইন ফুটবলার নিহত এমিলিয়ানো সালার বহনকারী বিমানের পাইলট ডেভিড ইবটসনকে খুঁজতে তৈরি করা তহবিলে ২৭ হাজার পাউন্ড (প্রায় ৩০ লাখ টাকা) দান করেছেন ফরাসী ফুটবল তারকা কিলিয়ান এমবাপে।

ফ্রান্সের নঁতে থেকে যুক্তরাজ্যগামী বিমানটি গত ২১ জানুয়ারি গোয়ের্নসের কাছে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার বেশ কয়েকদিন পর সমুদ্রের তলদেশ থেকে ফুটবলার এমিলিয়ানো সালার মরদেহ উদ্ধার করা হলেও পাইলট ইবটসনের কোন সন্ধান পাওয়া যায়নি।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ইবটসনকে খোঁজার জন্য ৩ লাখ পাউন্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একটি তহবিল তৈরি করা হয়েছে। তহবিলে রোববার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার পাউন্ড অর্থ সংগৃহীত হয়েছে।

বিশ্বকাপজয়ী ফরাসী ফুটবলার কিলিয়ান এমবাপে ছাড়াও এ তহবিলে ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক গ্যারি লিনেকার অর্থ সহায়তা দিয়েছেন।

ফরাসী ক্লাব নঁতে থেকে ইংলিশ ক্লাব কার্ডিফ সিটিতে এমিলিয়ানো সালার ট্রান্সফারের খবর প্রকাশিত হওয়ার দু’দিন পরই বিমান দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর ২৪ জানুয়ারি সমুদ্রের নীচে খোঁজ সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

এরপর সালার এজেন্ট ৩ লাখ ২৪ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করে ব্যক্তিগতভাবে আবারও তার দেহ খুঁজে বের করার উদ্যোগ নেয়ার পর পাওয়া যায় ফুটবলারের মরদেহ। এ সময় মেসিও সালার খোঁজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিলেন।

সালার পর বিমানচালক ইবটসনের পরিবারও এবার সেরকম একটি ব্যক্তিগত পর্যায়ের অনুসন্ধান পৃষ্ঠপোষকতা করার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

ইবটসনের পরিবার তহবিল সংগ্রহে লিখেছে, ‘তিনি (ইবটসন) একা রয়েছেন, এ বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। আমরা তাকে ঘরে নিয়ে আসতে চাই যেন তাকে আমরা চিরনিদ্রায় সমাধিস্থ করতে পারি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

সালাকে নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান

সালাকে নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান

আগুনে পুড়ে ব্রাজিলের ১০ তরুণ ফুটবলারের মৃত্যু

আগুনে পুড়ে ব্রাজিলের ১০ তরুণ ফুটবলারের মৃত্যু

ফুটবল মাঠের অন্ধ ছেলেকে ধারাবিবরণী দিচ্ছেন মা, ভিডিও ভাইরাল

ফুটবল মাঠের অন্ধ ছেলেকে ধারাবিবরণী দিচ্ছেন মা, ভিডিও ভাইরাল