আগুনে পুড়ে ব্রাজিলের ১০ তরুণ ফুটবলারের মৃত্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯
আগুনে পুড়ে ব্রাজিলের ১০ তরুণ ফুটবলারের মৃত্যু

বিমান দুর্ঘটনায় এমিলিয়ানো সালার মৃত্যুর শোক এখনো রয়েই গেছে ফুটবল বিশ্বে। এ শোকের রেশ কাটতে না কাটতেই ফুটবল বিশ্ব পেল আরেকটি দুঃসংবাদ। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর যুব দলের ডরমেটরিতে আগুন লেগে ১০ তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে।

রিও ডি জেনিরোতে ফ্ল্যামেঙ্গোর যুব দলের ট্রেনিং গ্রাউন্ডের পাশেই ছিল তরুণ ফুটবলারদের থাকার ডরমেটরি। অনুশীলন শেষে সেখানেই ছিলেন সবাই। হঠাৎই সেখানে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ডরমেটরিতে। ভেতরে আটকা পড়া দশজনই দগ্ধ হয়ে যান। ফায়ার সার্ভিস তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

নিহত তরুণ ফুটবলারদের নাম- আর্থার ভিনিসিয়াস সিলভা, আথিলা পাইসাও, বেনার্দো পিসেটা, ক্রিশ্চিয়ান এসমেরিও, ভিটর ইসাইস, পাবলো হেনরিকস, জর্জ এডুয়ার্দো, স্যামুয়েলস থমাস, গেডসন সান্তোস ও রিকেলমো ভিয়ানা।

ওই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরা অনূর্ধ্ব-১৭ দলের এক তরুণ ফুটবলার জানিয়েছেন, এসি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ‘কিছু বুঝে ওঠার আগেই এসিতে আগুন লেগে যায়। আমি দৌড়ে বের হয়ে এলেও অনেকেই পারেনি। আমি যে বেঁচে আছি এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ।’

নিহত ১০ জনের বয়স ছিল ১৪ থেকে ১৬ বছরের মাঝে। এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলে। ক্লাব প্রেসিডেন্ট রোডলফো লান্দিম বলছেন, ফ্লামিংগোর ১২৩ বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দুর্ঘটনা। পেলে, নেইমার, রোনালদিনহোসহ অন্য ফুটবলাররা নিজেদের শোকবার্তা জানিয়েছেন। শোক জানিয়েছেন সাবেক ফ্ল্যামেঙ্গোর ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রও।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

ফুটবল মাঠের অন্ধ ছেলেকে ধারাবিবরণী দিচ্ছেন মা, ভিডিও ভাইরাল

ফুটবল মাঠের অন্ধ ছেলেকে ধারাবিবরণী দিচ্ছেন মা, ভিডিও ভাইরাল

এশিয়া কাপ জিতে মহাবিপদে কাতার!

এশিয়া কাপ জিতে মহাবিপদে কাতার!

ইজুরিতে ছিটকে গেলেন বার্সার আর্থার

ইজুরিতে ছিটকে গেলেন বার্সার আর্থার