শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের স্টোররুমে আগুন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫:০১ পিএম, ৩০ মে ২০১৯
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের স্টোররুমে আগুন

ফাইল ফটো

রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানায়, বিকেল ৪টায় মিরপুর স্টেডিয়াম থেকে ফোন দিয়ে আগুন লাগার খবর জানানো হয়। পরে দ্রুত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পাঠানো হয়।

আরও জানানো হয়, তারা ঘটনাস্থলে গিয়ে স্টেডিয়ামের ২ নম্বর গেটের স্টোর রুমের ভেতরে লাগা আগুন নেভায়। বিকেল ৪টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোন হতাহতের ঘটনাও ঘটেনি।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির অফিসে আগুন লেগেছিল। কিভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাইফ-ফরহাদে দোলেশ্বর জয়

সাইফ-ফরহাদে দোলেশ্বর জয়

বিশ্বকাপের উদ্বোধনীতে রাজ্জাক-জয়ার চমক

বিশ্বকাপের উদ্বোধনীতে রাজ্জাক-জয়ার চমক

উদ্বোধন হলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর

উদ্বোধন হলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড