করোনাভাইরাস নিয়ে সাকিবের বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ১৬ মার্চ ২০২০
করোনাভাইরাস নিয়ে সাকিবের বার্তা

ফাইল ছবি

করোনাভাইরাসের আতঙ্কে কাপছে পুরো বিশ্ব। ধীরে ধীরে থমকে যাচ্ছে সবকিছুই। প্রাণঘাতি এ ভাইরাসের তোপ পড়েছে ক্রিড়াঙ্গনেও। বন্ধ হয়ে যাচ্ছে টুর্নামেন্ট, লিগ ও দ্বিপাক্ষীক সিরিজও।

চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে এ ভাইরাসে আঘাত ছড়িয়ে পড়েছে সর্বত্র। সকলের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এ ভারইরাস থেকে রক্ষা পেতে সচেতনতার বার্তা। এর মধ্যেই সবাইকে সচেতন থাকার পরামর্শ দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে তিনি লিখেছেন, ‌‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন সাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ এবং ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজে সচেতন থাকুন।’

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫৭টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫৫২ জন, আর প্রাণ হারিয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৭৭ হাজার ৭৫৩ জন।

ভারতীয় জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি থেকে এক বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় রয়েছে বাংলাদেশের এই সেরা অলরাউন্ডার।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর সাকিব খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।

ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি ও টেস্টেও তিনি সমানভাবে উজ্জ্বল। নিষেধাজ্ঞা পাওয়ার আগ পর্যন্ত ৫৬ টেস্টে অংশ নিয়ে সাকিব রান করেছেন তিন হাজারের বেশি। পাশাপাশি ঝুলিতে পুরেছেন ২১০ উইকেট। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৬ ম্যাচ খেলা সাকিবের রান ১ হাজার ৮৯৪। বিপরীতে উইকেট শিকার করেছেন ৯২টি।


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনার চিকিৎসায় নিজের হোটেলগুলো হাসপাতাল বানাচ্ছেন রোনালদো

করোনার চিকিৎসায় নিজের হোটেলগুলো হাসপাতাল বানাচ্ছেন রোনালদো

করোনায় আক্রান্ত আর্জেন্টাইন ফুটবলার

করোনায় আক্রান্ত আর্জেন্টাইন ফুটবলার

কুকুর-বিড়াল খেয়ে বিশ্বকে বিপদে ফেলেছে চীন : শোয়েব

কুকুর-বিড়াল খেয়ে বিশ্বকে বিপদে ফেলেছে চীন : শোয়েব

স্থগিত উত্তর আমেরিকার অলিম্পিক বাছাইপর্ব

স্থগিত উত্তর আমেরিকার অলিম্পিক বাছাইপর্ব