ইডেন ছেড়ে দিতে প্রস্তুত সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৫ মার্চ ২০২০
ইডেন ছেড়ে দিতে প্রস্তুত সৌরভ

করোনাভাইরাসের কারণে টালমাটাল পুরো বিশ্ব। ক্রমান্বয়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে এগিয়ে এলেন সৌরভ গাঙ্গুলি। কোয়ারেন্টাইনের জন্য কলকাতার ইডেন গার্ডেন্সকে স্টেডিয়ামকে ব্যবহার করার প্রস্তাব দিলেন তিনি।

করোনার বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই পুরো ভারত জুড়ে চলছে লকডাউন। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২ টা থেকে ২১ দিনের জন্য ভারতকে লকডাউন করে দিয়েছে ভারত সরকার। গৃহবন্দি হয়ে আছে গোটা ভারত আর বন্ধ হয়ে আছে খেলাধুলাসহ সকল ইভেন্ট। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য ইডেন গার্ডেন্সকে ব্যবহাররের প্রস্তাব দিলেন সৌরভ।

তিনি বলেন, যদি সরকার চায়, তাহলে আমরা নিশ্চিতভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহূর্তে যা যা কিছু প্রয়োজন আমরা তা করব। এটা নিয়ে একেবারেই কোনও সমস্যা নেই।

এর আগে সোশ্যাল মিডিয়ায় কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করেছিলেন সৌরভ। তাতে লিখেছিলেন, আমার শহরকে এমনভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।

করোনার কবলে পড়ে ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৬২ জন আর মৃত্যুবরণ করেছে ১০ জন। অপরদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৪০ জন।


শেয়ার করুন :


আরও পড়ুন

সমালোচনায় মেতে না থেকে লড়াইয়ে জয় সম্ভব : তামিম

সমালোচনায় মেতে না থেকে লড়াইয়ে জয় সম্ভব : তামিম

আমাদের উদ্যোগ যথেষ্ট নয়, সকলেই এগিয়ে আসুন : মুশফিক

আমাদের উদ্যোগ যথেষ্ট নয়, সকলেই এগিয়ে আসুন : মুশফিক

করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন রোনালদো

করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন রোনালদো

করোনার চিকিৎসা ও প্রতিষেধক তৈরিতে মেসির অনুদান

করোনার চিকিৎসা ও প্রতিষেধক তৈরিতে মেসির অনুদান