বড় অঙ্কের অনুদান দিলেন রুট-মরগানরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৪ এপ্রিল ২০২০
বড় অঙ্কের অনুদান দিলেন রুট-মরগানরা

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে নিজেদের আর্থিক ক্ষতি সামাল দিতে ক্রিকেটারদের বেতন কাটার পথ বেছে নিয়েছে ক্রিকেট বোর্ডগুলো। বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ইংলিশ ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে আলোচনা চলছিল বোর্ডের সঙ্গে। কয়েকদিন আলোচনা শেষে বেতন কম নেওয়ার পাশাপাশি ইসিবিকে প্রাথমিকভাবে ৫ লাখ পাউন্ড ‘অনুদান’ দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটাররা।

প্রাথমিকভাবে ৫ লাখ পাউন্ড ‘অনুদান’ ঘোষণা দেওয়ার পর তারা দাবি রেখেছেন এই অনুদানের কিছু অবশ্য ‘ভালো কাজেও’ ব্যয় করতে হবে। জো রুটদের মত ইংল্যান্ডের মেয়ে দলও স্বেচ্ছায় চলতি এপ্রিল, মে ও জুন মাসের বেতন কম নেবে বলে ঘোষণা দিয়েছে।

ইংল্যান্ডের মেয়েদের দলের অধিনায়ক হিদার নাইট বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সঠিকভাবেই আমরা সাড়া দিয়েছি। আমরা জানি বর্তমান পরিস্থিতি কীভাবে খেলাটির ওপর প্রভাব ফেলছে, তাই আমরা যতটা পারি সাহায্য করতে চাই। আমরা ইসিবির সঙ্গে আরও আলোচনা করবো যে কীভাবে আমরা সামনের সপ্তাহগুলোতে ক্রিকেটকে আরও সাহায্য করতে পারি।’

প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ইসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের এই অনুদান তাদের আগামী তিন মাসের বেতনের ২০ ভাগের সমান। অন্য দাতব্য কাজে দেয় অনুদানের বিষয়টা আগামী সপ্তাহে ঠিক হবে।

এর আগে বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডের সবধরণের ক্রিকেট মৌসুম আগামী ২৮ মে পর্যন্ত স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিশ্বকাপ জয় নিয়ে শাস্ত্রীর টুইট, যুবরাজের খোঁচা

ভারতের বিশ্বকাপ জয় নিয়ে শাস্ত্রীর টুইট, যুবরাজের খোঁচা

৫০ হাজার পরিবারে ত্রাণ দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

৫০ হাজার পরিবারে ত্রাণ দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

করোনা যুদ্ধে সাকিবের সাথে কনফিডেন্স গ্রুপ

করোনা যুদ্ধে সাকিবের সাথে কনফিডেন্স গ্রুপ

ইতালির উদ্দেশ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের খোলা চিঠি

ইতালির উদ্দেশ্যে বিশ্বকাপজয়ী অধিনায়কের খোলা চিঠি