শৈশবে ফ্রি খেয়েছেন, এখন খাওয়াবেন ৬ লাখ শিশুকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৪ এপ্রিল ২০২০
শৈশবে ফ্রি খেয়েছেন, এখন খাওয়াবেন ৬ লাখ শিশুকে

করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছে দরিদ্র জনগোষ্ঠী। অর্থের অভাবে খাবার সংগ্রহ করতে পারছেন না তারা। এমন পরিস্থিতিতে নিজ দেশের ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য অনুদান সংগ্রহ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

যুক্তরাজ্যের দরিদ্র শিশুরা যারা স্কুলগুলোর ‘মিড ডে মিলের’ ওপর নির্ভরশীল। লকডাউনের কারণে সেসব শিশুদের খাদ্য সঙ্কট এখন তীব্র। এসব অসহায় শিশুদের খাবারের ব্যবস্থা করতে প্রায় দেড় লাখ পাউন্ড অনুদান সংগ্রহ করেছেন রাশফোর্ড।

শুরুতে ১ লাখ পাউন্ডের লক্ষ্যমাত্রা ঠিক করেছিলেন রাশফোর্ড। যা দিয়ে ৪ লাখ শিশুর খাবার ব্যবস্থা করা সম্ভব হবে জানিয়েছিলেন তিনি। তবে তার এ উদ্যোগে ব্যাপক সাড়া পড়ে, ফলে আর্থিক অঙ্কটাও বড় হয়েছে।

এ বিষয়ে রাশফোর্ড বলেছেন, শৈশবে ফ্রি খাবারের ওপর নির্ভরশীল থাকতে হতো আমাকে। এ জন্যই সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের সাহায্যার্থে সবাইকে দান করার আহ্বান জানিয়েছিলাম। এ ব্যাপারে ‘ফেয়ার শেয়ার’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান আমার সাথে কাজ করেছে।

করোনাভাইরাসের কারণে ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগ। এ বন্ধ রাশফোর্ডের জন্য ভালো হয়েছে। কারণ, এ বন্ধ সময়ে পুরোপুরি সেরে উঠতে পারবেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিদের অনুসরণ করলো অ্যাটলেটিকো মাদ্রিদ

মেসিদের অনুসরণ করলো অ্যাটলেটিকো মাদ্রিদ

আরও বেশি সাহায্য চান তেভেজ

আরও বেশি সাহায্য চান তেভেজ

বেলারুশের খেলা বন্ধ চায় ফিফপ্রো

বেলারুশের খেলা বন্ধ চায় ফিফপ্রো

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ