গ্রামীণ ঐতিহ্যের ইচিং বিচিং খেলা

তাহমিনা শারমিন তাহমিনা শারমিন প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮
গ্রামীণ ঐতিহ্যের ইচিং বিচিং খেলা

বাংলাদেশসহ ভারত উপমহাদেশের গ্রামীণ খেলাধুলাগুলো হারিয়ে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে এলাকাভিত্তিক প্রাচীন খেলাগুলো এক সময় খুবই জনপ্রিয় ছিল। সাধারণত এসব খেলায় শৈশবের দুরন্তপনায় মেতে থাকত ছেলে-মেয়েরা।

ডিজিটালাইজেশনের ছোঁয়ায় ঐতিহ্যবাহী লোকজ খেলাগুলো আজ বিলুপ্তির পথে। শহুরে কিশোর-কিশোরীদের কাছে অজানা এসব খেলার আদি-অন্ত। দলবেঁধে খেলাগুলোর সবসময় প্রচলন না থাকায় আজ জনগোষ্ঠীর মধ্যে আনন্দ-উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও দিন দিন কমে যাচ্ছে।

আমাদের বাংলাদেশে আছে স্বভাবসুলভ এবং মৌসুমী ক্রীড়া চর্চার প্রচলন। ষড়ঋতুর প্রভাবে ঋতুভিত্তিক খেলাধুলার প্রচলনও রয়েছে।

আমাদের আগামী ও বর্তমান শিশুদেরকে জানিয়ে দিতে হবে খেলার নিয়মাবলী। তাহলেই জেগে উঠবে, বেঁচে থাকবে খেলার প্রাণ। তবে আজ যে খেলার বিবরণ দেব তার নাম ইচিং বিচিং। উচ্চতা পার হওয়া খেলাটির অন্যতম একটি বৈশিষ্ট। শিশু কিশোরেরা গ্রামের সবুজ মাঠে এই খেলাটি খেলে থাকে।

“ইচিং বিচিং চিচিং ছা
প্রজাপতি উড়ে যা.. এটি খেলার দম বা ছড়া।”

খেলাটি খেলার জন্য দুইজন খেলোয়াড় পাশাপাশি বসে খেলোয়াড়রে অতিক্রম করার জন্য উচ্চতা নির্মাণ করে দেয়। প্রথমে তারা দু’পায়ের গোড়ালি দিয়ে পা মাটিতে রেখে উচ্চতা তৈরি করে। খেলোয়াররা উচ্চতা পার হবার পর পায়ের উপর আরেক পা তুলে উচ্চতা বাড়িয়ে দিয়ে।

এরপর এক হাত প্রসারিত করে পায়ের উপর বসিয়ে উচ্চতা বাড়িয়ে দেয়। তারপর দু’হাত প্রসারিত করে আরও উচ্চতা বাড়িয়ে তোলা হয়। সব উচ্চতা অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়েরা দু’পা মুক্ত করে তিকোণাকৃতি একটি সীমানা তৈরি করে।

দু’পায়ে ঘেরা সীমানাটি পা তুলে দম দিতে দিতে বা ছড়া বলতে বলতে তিনবার লাফ দিয়ে অতিক্রম হতে হয়। সীমানাটি অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়েরা যুক্ত পা কে প্রতিটি খেলোয়াড় শূন্যে লাফিয়ে ইচিং বিচিং ছড়া বলতে বলতে দু’বার অতিক্রম করে নেয়। আর এভাবেই খেলাটি শেষ হয়।

লেখক : সাংবাদিক


শেয়ার করুন :


আরও পড়ুন

বুদ্ধির খেলায় ধাঁধা-জোকস : খবরের কাগজে দৃষ্টিপাত

বুদ্ধির খেলায় ধাঁধা-জোকস : খবরের কাগজে দৃষ্টিপাত

গ্রাম বাংলার ঐতিহ্যে খেলাধুলা : বাঁচানোর দায়িত্ব আমাদের কাঁধে

গ্রাম বাংলার ঐতিহ্যে খেলাধুলা : বাঁচানোর দায়িত্ব আমাদের কাঁধে

দক্ষিণ আফ্রিকাদের গায়ে গোলাপি জার্সির কারণ জানেন?

দক্ষিণ আফ্রিকাদের গায়ে গোলাপি জার্সির কারণ জানেন?

জেনে নিন দাবা খেলার নানা কৌশল

জেনে নিন দাবা খেলার নানা কৌশল