৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হলো মোনেম মুন্নার জার্সি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১০ মে ২০২০
৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হলো মোনেম মুন্নার জার্সি

সাবেক ফুটবলার মোনেম মুন্নার দুটি জার্সি ৫ লাখ ১০ টাকায় নিলামে বিক্রি হয়েছে। শনিবার (৯ মে) রাতে অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে এ নিলাম অনুষ্ঠিত হয়। একই পেজে ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান বাবুর ঐতিহাসিক জার্সিটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়।

মোনেম মুন্নার ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপ জয়ী দলের জার্সিটি বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়। একই সঙ্গে মুন্নার এক ভক্ত আবাহনীতে খেলা মুন্নার আরেকটি জার্সি ২ লাখ ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

দেশীয় নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে নিলাম অনুষ্ঠানে লাইভে অংশ নেন মোনেম মুন্নার স্ত্রী সুরভি মোনেম এবং রেফারি তৈয়ব হাসান বাবু। এছাড়া অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক ফুটবরার হায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম এবং সত্যজিৎ দাস রুপু।

১৯৮৯ সালে বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা অর্জন করে। মোনেম মুন্না ছিলেন সেই দলের সদস্য। তার স্ত্রী সুরভি মোনেম করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেই ঐতিহাসিক জার্সি নিলামে তোলার ঘোষণা দেন।

নিলামে দুটি জার্সি বিক্রি হওয়ায় শুকরিয়া প্রকাশ করেন মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম। তিনি বলেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক খুশি হয়েছি। আমার উদ্দেশ্য গরীব মানুষকে সাহায্য করা। যে দামে বিক্রি হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলের পর মাঠে ফিরছে ক্রিকেট

ফুটবলের পর মাঠে ফিরছে ক্রিকেট

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

২০ লাখ টাকায় বিক্রি হলো সাকিবের ব্যাট

নিলামে উঠছে রফিকের স্মৃতিবিজড়িত ব্যাট

নিলামে উঠছে রফিকের স্মৃতিবিজড়িত ব্যাট

সাড়ে ৮ লাখে বিক্রি হলো সৌম্য-তাসকিনের ব্যাট-বল

সাড়ে ৮ লাখে বিক্রি হলো সৌম্য-তাসকিনের ব্যাট-বল