করোনা চিকিৎসা সহায়তায় দু’টি মাইক্রোবাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৯ মে ২০২০
করোনা চিকিৎসা সহায়তায় দু’টি মাইক্রোবাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় নিজ জেলা গাজীপুরে দু’টি মাইক্রোবাস উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ব্যক্তিগতভাবে কোভিড-১৯ নমুনা সংগ্রহ করার জন্য একটি এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার নার্সদের যাতায়াতের জন্য আরও একটি মাইক্রোবাস প্রদান করা হয়।

সোমবার (১৮ মে) গাজীপুর সার্কিট হাউজে গাজীপুরের জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নিকট চাবি প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিপক্ষ দৃশ্যমান ছিল, তাই সবাই যুদ্ধ করতে পেরেছিল। কিন্তু দেশে যে মহামারি দেখা দিয়েছে এটি একটি অদৃশ্য শক্তি এখানে যুদ্ধ করতে ঢাল-তলোয়ার দিয়ে কাজ হবে না, এখানে জনসচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের ডাক্তার নার্স সবাই এক সাথে কাজ করছে এ ভাইরাসকে প্রতিহত করতে।

তিনি বলেন, গাজীপুরে কোভিট-১৯ এর চিকিৎসা ও নমুনা সংগ্রহে যে ডেডিকেটেড হাসপাতালে রয়েছে ইতোমধ্যেই আমরা হাসপাতলটি করোনা ট্রিটমেন্টের জন্য প্রস্তুত করেছি। এরপরও ডাক্তার নার্সদের আনা-নেওয়াতে কিছু যানবাহন স্বল্পতা রয়েছে। আমরা সেই কথা চিন্তা করেই ডাক্তার ও নার্সদের যাতায়াত সুবিধাথে একটি মাইক্রোবাস ও কোভিট -১৯ এর নমুনা সংগ্রহের প্রয়োজনে আর একটি মাইক্রোবাস প্রদান করছি।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, একই সাথে আমরা ডাক্তার-নার্সসহ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করছি। কোভিট-১৯ ভাইরাসে অনেক পরিবার আজ বিপযর্স্ত, আমরা যে যেখান থেকে যতটুকু পারি, আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। সমাজের বিত্তবানদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যতটুকু পারেন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। আপনি বাঁচুন আপনার পরিবারকে বাঁচান, সমাজ, রাষ্ট্র ও দেশকে বাঁচান।

করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ হওয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী তার নিজ জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী দিয়ে আসছেন। এবার রোগীদের চিকিৎসা সহায়তা এগিয়ে আসলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার ক্রীড়া সাংবাদিকদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

এবার ক্রীড়া সাংবাদিকদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

এক হাজার ক্রীড়াবিদকে সহায়তা প্রদান করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

এক হাজার ক্রীড়াবিদকে সহায়তা প্রদান করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আমার ত্রাণ দিতে যেন আইডি কার্ড না চাওয়া হয় : রাসেল

আমার ত্রাণ দিতে যেন আইডি কার্ড না চাওয়া হয় : রাসেল

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী