মারা গেলেন ২২ বছর বয়সী নারী রেসলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৩ মে ২০২০
মারা গেলেন ২২ বছর বয়সী নারী রেসলার

ফাইল ছবি

জন্ম নিলে মারা যেতে হবে তা অনিবার্য। তবে কবে কখন আপনার মৃত্যুর খবর আসবে তা সবারই অজানা। মৃত্যু, বয়স, সময়সীমা মানে না। মৃত্যু কিশোর-কিশোরী, যুবক-যুবতী কিংবা বয়োবৃদ্ধ কিছুই মানে না।

এমনই এক ঘটনার সাক্ষী হলো জাপান। মাত্র ২২ বছর বয়সে মারা গেলেন জাপানের এক পেশাদার নারী রেসলার। শুধু নারী রেসলারই ছিলেন না, ছিলেন নেটফ্লিক্স তারকা। মারা যাওয়ার আগ পর্যন্ত নেটফ্লিক্সের সাম্প্রতিক সিরিজ 'টেরেস হাউস' রিয়ালিটি শো' করতেছিলেন।

নিজেদের অফিসিয়াল টুইটারে খবরটি নিশ্চিত করার পাশাপাশি সমর্থকদের কিমুরার প্রতি সশ্রদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৩ মে) ‘উই আর স্টারডম’ এক টুইটে জানায়, ‘দয়া করে শ্রদ্ধাশীল থাকুন এবং তার পরিবার ও বন্ধুদের আপনার প্রার্থনায় রাখুন।’

মৃত্যুর আগে, তিনি সাইবার-উৎপীড়নের শিকার হওয়ার ধারাবাহিক ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার (২২ মে) ইন্সটাগ্রামে নিজের বিড়ালের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কিমুরা। আর ক্যাপশনে লেখেন, ‘বিদায়।’ এটিই ইন্সটাতে তার সর্বশেষ আপডেট।

এই জাপানি রেসলার ২০১৯ সালে স্টারডমের ফাইটিং স্পিরিট পুরস্কার জিতেন। করোনা ভাইরাসের কারণে বাতিল হওয়ার আগে জাপানিজ রিয়ালিটি শো টেরেস হাউসের একজন তারকা ছিলেন। সেই শো ছিল তিনজন নারী ও তিনজন ‍পুরুষ নিয়ে, যারা সাময়িকভাবে একটা ঘরে একসঙ্গে বসবাস করে। কিমুরার মা কিয়োকো কিমুরাও একজন প্রসিদ্ধ রেসলার ছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক আয়োজনে জাপানের এটাই শেষ সুযোগ

অলিম্পিক আয়োজনে জাপানের এটাই শেষ সুযোগ

করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক শফিউল আলম

করোনায় আক্রান্ত বিসিবির পরিচালক শফিউল আলম

বিসিবির ঈদ বোনাস পেল ১৬শ ক্রিকেটার

বিসিবির ঈদ বোনাস পেল ১৬শ ক্রিকেটার

তামিমের শেষ লাইভে মাশরাফি-মুশফিকরা, নেই সাকিব

তামিমের শেষ লাইভে মাশরাফি-মুশফিকরা, নেই সাকিব