ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বানে প্রথম দিনেই ২৫০ ব্যাগ রক্ত সংগ্রহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ এএম, ০৮ জুন ২০২০
ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বানে প্রথম দিনেই ২৫০ ব্যাগ রক্ত সংগ্রহ

গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে ‘রক্ত হলো স্রষ্টার দান, রক্ত দানে জীবন বাঁচান’ শ্লোগানে দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৭ জুন) টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল উপস্থিত থেকে এ রক্তদান কর্মসূচি পালন করেন।

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে স্বাস্থ্যবিধি মেনে সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে শুধুমাত্র রক্তদাতাদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

এ কর্মসূচি আয়োজনের প্রেক্ষাপট ব্যাখা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে ব্লাড ব্যাংক ও হাসপাতালগুলোতে রক্তস্বল্পতা দেখা দিয়েছে। যার কারণে ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসায় জরুরিভাবে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। যে কারণে আমাদের এই ব্লাডক্যাম্পের উদ্যোগ।’

তিনি বলেন, শুধুমাত্র রক্তদাতারা আসবেন, অন্য কেউ দয়া করে আসবেন না। করোনায় স্বাস্থ্যবিধি রক্ষার কারণে জনসমাগম করা যাবে না।

বিশ্বে মহামারি করোনাভাইরাস সংক্রমণে অনেক রক্তের প্রয়োজন। তাই তিনি এই রক্তগুলো করোনাভাইরাস সংক্রমণের রোগীদের জন্য পৌঁছে দেবেন বলেও জানান।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সিটি কাউন্সিলর নুরুল ইসলাম নুরুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল স্তরের নেতাকর্মীরা সামাজিক দূরত্ব বজায় পূর্বক উপস্থিত ছিলেন।

প্রথম দিনে (রোববার) প্রায় ২৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের কাছ হতে রক্তের প্লাজমা সংগ্রহ করা হয়েছে। দাতাদের ব্যাপক সাড়া ও আগ্রহের কারণে সোমবারও দিনব্যাপী এ কর্মসূচি চলবে বলে জানানো হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গানম্যানের করোনা পজিটিভ, সুস্থ আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গানম্যানের করোনা পজিটিভ, সুস্থ আছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনা চিকিৎসা সহায়তায় দু’টি মাইক্রোবাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনা চিকিৎসা সহায়তায় দু’টি মাইক্রোবাস দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহায়তার চেক দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহায়তার চেক দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এবার ক্রীড়া সাংবাদিকদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

এবার ক্রীড়া সাংবাদিকদের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী