বিশ্বের সাবেক এক নম্বর তারকা সিমোনা হালেপ করোনা পজিটিভ হয়েছেন। ২৯ বছর বয়সী এই রুমানিয়ান জানিয়েছেন, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে সুস্থ অনুভব করছেন।
এক টুইটার বার্তায় হালেপ করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্রেঞ্চ ওপেনের শীর্ষ বাছাই হিসেবে খেলতে নেমে চার সপ্তাহ আগে চ্যাম্পিয়ন ইগা সোয়াইটেকের কাছে চতুর্থ রাউন্ডে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন হালেপ।
টুইটারে বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন হালেপ বলেন, ‘সবাই কেমন আছো? তোমাদের জানাতে চাই আমার দেহে করোনা সনাক্ত হয়েছে। বাড়িতে এই মুহূর্তে আমি আইসোলেশনে আছি এবং মৃদু কিছু উপস্বর্গ থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠছি। বর্তমানে আমি বেশ সুস্থ অনুভব করছি। আমাদের সবাই মিলে এই যুদ্ধের বিরুদ্ধে লড়াই করতে হবে।’
Hi everyone, I wanted to let you know that I tested positive for COVID-19. I am self-isolating at home and am recovering well from mild symptoms. I feel good... we will get through this together
— Simona Halep (@Simona_Halep) October 31, 2020
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]