সেরেনার পর এবার সরে দাঁড়ালেন হালেপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৩ এএম, ৩০ জুন ২০২১
সেরেনার পর এবার সরে দাঁড়ালেন হালেপ

উইম্বলডনের পর এবার অলিম্পিক থেকেও নিজেকে সরিয়ে নিলেন টেনিসে নারীদের ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা সিমোনা হালেপ। শুধু হালেপ নয়, অলিম্পিক থেকে একের পর এক তারকারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন। এর আগে মার্কিন তারকা সেরেনা উইলিয়াম, স্প্যানিশ তারকা রাফায়েল নাদালও নিজেদেরকে অলিম্পিক থেকে সরিয়ে নিয়েছেন।

পায়ের পেশির ইনজুরির কারণে চলমান উইম্বলডন থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন রোমানিয়ান তারকা হালেপ। চলতি বছরের জুনে ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হিসেবে রোম ওপেন খেলছিলেন তিনি। এ সময় দ্বিতীয় রাউন্ডে অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন হালেপ।

২৯ বছর বয়সী এ তারকা টুইটারে জানিয়েছেন, ‘রোমানিয়াকে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা সন্মানের বিষয়। এ সুযোগ পেয়ে আমি গর্বিত। তবে দূর্ভাগ্যজনক ভাবে পেশির ইনজুরি থেকে সেরে উঠতে আমার সময়ের প্রয়োজন। এ কারণে বাধ্য হয়েই অলিম্পিক থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে হচ্ছে।’

আরও পড়ুন> সেরেনাকে টোকিও অলিম্পিকে দেখা যাবে না

ইনজুরির কারণে টানা তিন টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হওয়ায় বেশ হতাশ সিমোনা হালেপ। এ নিয়ে তিনি বলেন, ‘আমি ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বেশ হতাশ ছিলাম। এখন আবার অলিম্পিক থেকেও নিজেকে প্রত্যাহার করে নিতে হচ্ছে। এটা আমার জন্য বেশ হতাশার। কিন্তু আশা করছি আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো।’

অলিম্পিকে সিমোনা হালেপের রেকর্ড খুব একটা ভালো নয়। ২০১২ লন্ডন অলিম্পিকে প্রথম রাউন্ড থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। সর্বশেষ ২০১৬ সালের রিও অলিম্পিকে জিকাভাইরাস প্রাদুর্ভাবের কারণে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সিমোনা হালেপ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফ্রি এজেন্ট হচ্ছেন মেসি

ফ্রি এজেন্ট হচ্ছেন মেসি

দোয়া চেয়ে জিম্বাবুয়ে গেলেন তামিম-মুশফিকরা

দোয়া চেয়ে জিম্বাবুয়ে গেলেন তামিম-মুশফিকরা

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে থাকছে দর্শক

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে থাকছে দর্শক

বিসিবিতে নিজের অবস্থান নিয়ে সন্দিহান সুজন

বিসিবিতে নিজের অবস্থান নিয়ে সন্দিহান সুজন