উইম্বলডন থেকে ছিটকে গেলেন নারী চ্যাম্পিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৬ জুন ২০২১
উইম্বলডন থেকে ছিটকে গেলেন নারী চ্যাম্পিয়ন

উইম্বলডন থেকে ছিটকে গেলেন উইম্বলডনের নারী এককের চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। চোটের কারণে সোমবার ( ২৮ জুন) থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে খেলতে পারবেন না রোমানিয়ান তারকা।

শুক্রবার (২৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে যাওয়ার ঘোষণা দেন নারীদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বর তারকা। উইম্বলডনের ড্র অনুষ্ঠিত হওয়ার আগ মুহুর্তে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

চলতি বছরের মে মাসে ইতালিয়ান ওপেনের খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পান সিমোনা হালেপ। এ চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারেননি তিনি। চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় উইম্বলডন থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন তিনি।

২৯ বছর বয়সী সিমোনা হালেপ বলেন, ‘পায়ের পেশির চোট এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তাই উইম্বলডন থেকে নিজেকে সরিয়ে নিতে হচ্ছে। এটা আমার জন্য হতাশার।’

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে উইম্বলডন অনুষ্ঠিত হয়নি। ২০১৯ সালে উইম্বলডনে মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জিতেছিলেন হালেপ।

সিমোনা হালেপ ছাড়াও উইম্বলডন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন নারীদের বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নাওমি ওসাকা। মানসিক অবসাদজনিত সমস্যা কারণেই ফ্রেঞ্চ ওপেনের মাঝ পথে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

এছাড়াও ছেলেদের এককে থাকবেন না রাফায়েল নাদাল। ২০ গ্রান্ডগ্ল্যামজয়ী এ তারকাও নিজেকে উইম্বলডন থেকে প্রত্যাহার করে নিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

দীর্ঘ দিন না খেলেও র‍্যাংকিং ধরে রেখেছে নারী ফুটবলাররা

দেশের জার্সিতে রোনালদোর গোলনামা

দেশের জার্সিতে রোনালদোর গোলনামা

মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না বিয়ারের বোতল

মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না বিয়ারের বোতল

ওয়ানডে শীর্ষে থাকা বাবর টেস্টে নেই সেরা দশেও

ওয়ানডে শীর্ষে থাকা বাবর টেস্টে নেই সেরা দশেও