বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবার গান করছে ইয়োন্ডার মিউজিক বাংলাদেশ। ‘অপরাজেয়’ শিরোনামের গানটি ইউটিইবে ‘এমএইচআর মিডিয়া ওয়ার্ক’ চ্যানেলে ১২ মার্চ প্রকাশ করা হয়েছে।
গানের কথা লিখেছেন রবিউল ইসলাম এবং সুর করেছেন জোহাদ রেজা চৌধুরী। উইটিউব ছাড়াও গানটি ইয়োন্ডার মিউজিক অ্যাপ থেকে শোনা যাচ্ছে।
নেমেসিস ব্যান্ড গানটি শিল্পী জেফারকে ফিচার করে তৈরি করেছেন। ইয়োন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার নোভেরা বিনতে নূর বলেছেন, বাংলাদেশের সেরা ক্রিকেটার যিনি আমাদের সবাইকে একত্রিত করেন তার জন্য এই গানটি নিয়ে আমরা এসেছি। আমরা ভক্তদের প্রতিক্রিয়া দেখে অত্যন্ত অনুপ্রাণিত এবং তাদের কাছে এই গানটি পৌঁছে দিতে পেরে ভালো লাগছে।
গত ১২ মার্চ ইউটিব চ্যানেলে প্রকাশি গানটি দেড় হাজারও বেশি শোনা হয়েছে।