অনলাইন দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ দাবাড়ু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ এএম, ১২ জুলাই ২০২০
অনলাইন দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ দাবাড়ু

করোনাভাইরাসের কারণে ওলট-পালট বিশ্ব ক্রীড়াঙ্গন। সেই মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়ে এখন পর্যন্ত স্থগিত হয়েছে অনেকগুলো ক্রীড়া ইভেন্ট। যার সংখ্যাটাও নেহাত কম নয়। ফুটবল-ক্রিকেট-অলিম্পিকের মতো স্থগিত হয়েছে বিশ্ব দাবা অলিম্পিয়াডও। চলতি বছর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় দাবা আসরটি।

তবে করোনাভাইরাসের কারণে আসরটি ১ বছর পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে। দাবা অলিম্পিয়াড পিছিয়ে যাওয়ায় এই ফাঁকা উইন্ডোতে অনলাইন দাবা অলিম্পিয়াড আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দাবা ফেডারেশনগুলোর নিয়ন্ত্রণ সংস্থা। যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের ৬ দাবাড়ু। ইতোমধ্যে নামও এন্ট্রি করেছে বাংলাদেশ।

২২ জুলাই থেকে শুরু হতে যাওয়া দাবা অলিম্পিয়াডটি চলবে ৩০ আগস্ট পর্যন্ত। যেখানে তিন দিনে হবে ৯ রাউন্ডের খেলা। যেখানে বাংলাদেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।

পুরুষ বিভাগে খেলবেন দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান । আর নারী বিভাগে খেলবেন অভিজ্ঞ দাবাড়ু রানী হামিদ ও শারমিন সুলতানা শিরিন এবং ওয়ালিজা আহমেদ। এর মধ্যে ফাহাদ ও ওয়ালিজা খেলবেন অনূর্ধ্ব-২১ বিভাগে।

কিছুদিন আগে অনলাইন দাবা অলিম্পিয়াড আয়োজনে অ্যাডহক কমিটি গঠন করেছে দাবা ফেডারেশন। যেখানে লাখ টাকার প্রাইজমানি দিয়ে টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন সভায় সভাপতিত্ব করা পুলিশের আইজি ও দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিসহ সাব কমিটি গঠনের ব্যাপারেও আলোচনা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রেটিং দাবায় চ্যাম্পিয়ন নৌবাহিনীর মিনহাজ উদ্দিন

রেটিং দাবায় চ্যাম্পিয়ন নৌবাহিনীর মিনহাজ উদ্দিন

১৬ বছর বয়সেই বিশ্বকাপ দাবায় বাংলাদেশের ফাহাদ

১৬ বছর বয়সেই বিশ্বকাপ দাবায় বাংলাদেশের ফাহাদ

বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশীপে শিরিন

বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশীপে শিরিন

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রউফ

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রউফ