অনলাইন হুইলচেয়ার দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মামুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২০
অনলাইন হুইলচেয়ার দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মামুন

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন আয়োজনে ‘দ্বিতীয় অনলাইন হুইলচেয়ার দাবা প্রতিযোগিতা-২০২০’ এ চ্যাম্পিয়ন হয়েছেন নড়াইলের আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) শেরপুরের মো. আরিফুজ্জামান আরিফকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন দুই দিনব্যাপী (১৬ ও ১৭ ডিসেম্বর) ‘দ্বিতীয় অনলাইন হুইলচেয়ার দাবা প্রতিযোগিতা-২০২০’ আয়োজন করেছিল। আয়োজনটির অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল স্পোর্টসমেইল২৪.কম

প্রথম দিন বুধবার (১৬ ডিসেম্বর) প্রতিযোগিতার প্রথম পর্ব এবং কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রথম পর্বে ৮টি ম্যাচে অংশগ্রহণ করেন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের নিবন্ধিত ১৬ জন খেলোয়াড়। তাদের মধ্য থেকে উত্তীর্ণ ৮ জন কোয়ার্টার ফাইনালের ৪ ম্যাচে অংশগ্রহণ করেন।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনালের প্রথম ম্যাচে পাবনার ওয়ালী উল্লাহ ওলীকে হারিয়ে নড়াইলের আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় সেমিফাইনালে গোপালগঞ্জের উজ্জ্বল বৈরাগীকে হারিয়ে শেরপুরের মো. আরিফুজ্জামান আরিফ ফাইনালে উঠেন।
sportsmail24
টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে বিজয়ী হয়েছেন নড়াইলের আব্দুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন শেরপুরের মো. আরিফুজ্জামান আরিফ।

খেলা শেষে অনুষ্ঠানের সমাপণী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ড. আহমেদ ওয়াসিফ রেজা, সহযোগী অধ্যাপক কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।

প্রধান অতিথি বক্তব্যে ড. আহমেদ ওয়াসিফ রেজা বলেন, ‘এটি ফাউন্ডেশনের একটি দুর্দান্ত উদ্যোগ। সংগঠনের মূল মন্ত্রকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। এর মধ্য দিয়ে শারীরিক প্রতিবন্ধীরা খেলাধুলায় আগ্রহী হয়ে উঠছেন। তারা এগিয়ে আসছেন বিভিন্ন ধরনের খেলাধুলায়। আমি আশা করছি, এ উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়বে।

বিজয়ী মামুন এবং রানার্সআপ আরিফসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের ও আয়োজকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ধন্যবাদ আয়োজকদের। ধন্যবাদ আহমেদ ওয়াসিফ রেজা স্যারকে। বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। আমরাও চাই এ উদ্যোগে ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকতে। আমরাও অন্যদের এ প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো।’

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে মো. আরিফুজ্জামান আরিফ বলেন, ‘আমাদের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে তা খোঁজার চেষ্টা করে যাওয়ার জন্য বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনকে ধন্যবাদ। খেলাধুলায় হার জিত থাকবেই। অভিনন্দন নতুন বিজয়ীকে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হুইলচেয়ার অ্যাথলেট, কবি, ইঞ্জিনিয়ার নূর নাহিয়ান, প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন। তিনি বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের মূলমন্ত্র হচ্ছে চার চাকায় হুইলচেয়ার অ্যাথলেটদের গতিশীল রাখা। আর গতিশীল করার জন্যই আমাদের এ সকল উদ্যোগ এবং উদ্যোগগুলো যে সফল হচ্ছে তা আমাদের হুইলচেয়ার অ্যাথলেটরাই প্রমাণ করেছেন এ প্রতিযোগিতার মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, একটি প্ল্যাটফর্মে সকল হুইলচেয়ার স্পোর্টসগুলোকে পরিচালনার মাধ্যমে হুইলচেয়ার অ্যাথলেটদের প্রতিভাগুলোকে তুলে ধরতে। শুধু করোনা নয়, যেকোন প্রতিবন্ধকতা আপনাদেরকে যেন আটকে রাখতে না পারে, সেটাই আমাদের প্রত্যাশা। পেশাগত হুইলচেয়ার স্পোর্টস বাংলাদেশে প্রতিষ্ঠার মধ্য দিয়ে হুইলচেয়ার অ্যাথলেটরা খেলাধুলাকে জীবিকা হিসেবে গ্রহণ করবেন এবং তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা রাখবেন।’

টুর্নামেন্টে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকায় স্পোর্টসমেইল২৪.কম-কে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের ভলান্টিয়ার কবি মাহি আশফাক। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের সবগুলো খেলা বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখানো হয়েছে। এছাড়া প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা ভিডিও কলের মাধ্যমে অনলাইনে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৬ জনকে নিয়ে হুইলচেয়ার দাবা প্রতিযোগিতা

১৬ জনকে নিয়ে হুইলচেয়ার দাবা প্রতিযোগিতা

মুজিববর্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

মুজিববর্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট

দাবা অলিম্পিয়াডের এ গ্রুপে নবম স্থানে বাংলাদেশ

দাবা অলিম্পিয়াডের এ গ্রুপে নবম স্থানে বাংলাদেশ