করোনা চিকিৎসায় মাশরাফির নতুন উদ্যোগ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:৪৯ এএম, ১৬ জুন ২০২০
করোনা চিকিৎসায় মাশরাফির নতুন উদ্যোগ

ফাইল ছবি

নড়াইলে করোনার নমুনা সংগ্রহ সঙ্কট সমাধানে এগিয়ে এলেন বাংলাদেশে ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় জেলার তিন উপজেলায় ১০ জন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং বেসরকারি ডায়াগনোস্টিক ও প্যাথলজিক্যাল ল্যাব মালিক সমিতির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মে মাসে মাশরাফি তার ১৮ বছরের প্রিয় সঙ্গী ব্রেসলেট নিলামে তুলেছিলেন। শেষ পর্যন্ত ৪২ লাখ টাকায় বিক্রি হয় এটি। তিনি আগেই জানিয়েছিলেন এই টাকা বিভিন্ন খাতে খরচ করা হবে যার ভেতর একটি ছিল নড়াইল ও নড়াইলের বাইরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা।

সেই ধারা মেনে এবার নড়াইলের মানুষদের করোনার নমুনা সংগ্রহে ব্রেসলেট বিক্রির টাকা ব্যয় করা হবে। এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, এরই মধ্যে তিন উপজেলায় দশজন বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া করোনা নমুনা সংগ্রহ এবং ল্যাবে পাঠানোর কাজ আরও গতিশীল করতে প্রয়োজনীয় এ্যাম্বুলেন্স, জ্বালানি তেলসহ আনুষঙ্গিক সব খরচ ব্রেসলেট বিক্রির টাকা থেকে বহন করা হবে।

এদিকে নড়াইল-২ আসনের এমপি এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি মাশরাফি বিন মুর্তজা ভিডিওতে যুক্ত হয়ে করোনা নমুনা সংগ্রহে বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের এগিয়ে আসায় ধন্যবাদ জানান এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

নড়াইলে এ পর্যন্ত ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০জন যাদের মধ্যে মারা গেছেন ২জন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শিশু তামিমের সহায়তায় অধিনায়ক তামিম

শিশু তামিমের সহায়তায় অধিনায়ক তামিম

সাতক্ষীরা জেলা ফুটবলের সাধারণ সম্পাদক হলেন প্রিন্স

সাতক্ষীরা জেলা ফুটবলের সাধারণ সম্পাদক হলেন প্রিন্স

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ ‘অবরুদ্ধ’ নয়, চাই সুন্দর সমাধান

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ ‘অবরুদ্ধ’ নয়, চাই সুন্দর সমাধান

আম্পানে ক্ষতিগ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা করলো টাইগার ক্রিকেটাররা

আম্পানে ক্ষতিগ্রস্তদের সুপেয় পানির ব্যবস্থা করলো টাইগার ক্রিকেটাররা