স্কুল দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন সামিউর রিয়ান

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২
স্কুল দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন সামিউর রিয়ান

শেরপুর স্কুল দাবা প্রতিযোগিতায় মো. সামিউর রহমান রিয়ান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সামিউর শহরের আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডের খেলায় সামিউর রিয়ান পূর্ণ ৭ পয়েন্ট অর্জন করে শিরোপা লাভ করেন। আর ৭ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন সরকারি ভিক্টোরিয়া একাডেমির মাহমুদুল হাসান তুহিন।

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষ ভেন্যুতে শুরু হওয়া স্কুল দাবা প্রতিযোগিতা রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত রাউন্ডের খেলার মধ্য দিয়ে শেষ হয়।

এছাড়া প্রতিযোগিতায় সরকারি ভিক্টোরিয়া একাডেমির অসীম বর্মন সাড়ে ৫ পয়েন্ট পেয়ে তৃতীয়, আইডিয়ালের নাসিমুল হাসান নয়ন ৫ পয়েন্ট নিয়ে ৪র্থ এবং একই পয়েন্টে গোবিন্দ কুমার (জি.কে) পাইলট উচ্চ বিদ্যালয়ের রাফিউল ইসলাম রহিদ পঞ্চম হয়েছেন।

গতবারের চ্যাম্পিয়ন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয়ন্তি সাহা পিউ শেষ রাউন্ডের খেলায় জয়লাভ করলেও পুরো প্রতিযোগিতায় ৭.৫ পয়েন্ট পেয়ে ৯ম হয়েছেন। এছাড়া সমান সাড়ে ৪ পয়েন্ট নিয়ে আরমান আল সাদাফ সানি ৬ষ্ঠ, স্বাধীন সরকার ৭ম এবং সৈকত সরকার ৮ম হয়েছেন।

ডিএসএ দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপকে ট্রফি, নগদ প্রাইজমানি, সনদপত্র ও মেডেল প্রদান করা হবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নকলার মো. মোকছেদুল ইসলামকে বিশেষ সম্মাণনা প্রদান করা হবে।

স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়রা জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলেও জানানো হয়।

হাকিম বাবুল, শেরপুর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন রউফ আজিজ

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন রউফ আজিজ

প্রয়াত ভাইকে গোল উৎসর্গ করেন ঋতুপর্ণা

প্রয়াত ভাইকে গোল উৎসর্গ করেন ঋতুপর্ণা

এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

এটি আমার ও পরিবারের জন্য গর্বের: জ্যোতি

এটি আমার ও পরিবারের জন্য গর্বের: জ্যোতি