পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুুষ্ঠিত হবে রাজশাহীতে। সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে বগুড়ায়।
৩ নভেম্বর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। এরপর একই ভেন্যুতে সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬ ও ৯ নভেম্বর। সিরিজ শেষে ১০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে আফগানিস্তানের যুবারা।
বগুড়ায় সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে ২৮ ও ৩১ অক্টোবর। এর মধ্য দিয়ে প্রায় ১৬ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে বয়সভিত্তিক পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। ভেন্যুটিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৯ সালের ২০ নভেম্বর।
শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া
বগুড়ার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজশাহী ভেন্যুকে গুরুত্ব দিচ্ছে। আসন্ন বিপিএল নিয়ে ভাবা হচ্ছে। রাজশাহীর ভেন্যু ম্যানেজার মো. সাইফুল্লাহ খান জেম জানিয়েছেন, আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশ যুবাদের ম্যাচ আয়োজনে রাজশাহী ভেন্যু প্রস্তুত রয়েছে।
আফগানিস্তান সিরিজের পর ডিসেম্বরে নেপালে এশিয়া কাপ খেলবে বাংলাদেশের যুবারা। এশিয়া কাপের পর ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ে এবং নামিবিয়ার মাটিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
