নড়াইলের স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মাশরাফি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৯
নড়াইলের স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়কের পাশাপাশি তিনি এখন জাতীয় সংসদ সদস্যও। একাদশ জাতীয় সংসদে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে জয়লাভ করেছেন।

বিশ্বকাপের আগে বাংলাদেশে ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা চলছে। ডিপিএলে আবাহানীর হয়ে খেলছেন মাশরাফি। ডিপিএল খেললেও ম্যাচে ফাঁকে নির্বাচিত এলাকার কাজে সময় দিচ্ছেন টাইগার অধিনায়ক।

মঙ্গলবার (৯ এপ্রিল) নড়াইলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন মাশরাফি। বিশ্বকাপের আগে নিজ এলাকার উন্নয়নে ব্যস্ত সময় পার করছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে মাশরাফি বিন মর্তুজার তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যায়, মাশরাফি স্বাস্থ্যমন্ত্রী সাথে সাক্ষাৎ করছেন। এমনকি মন্ত্রণালয়ে মাশরাফিকে পেয়ে অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে তার সাথে সেলফি তোলেন।

মাশরাফির সাথে উপস্থিত আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু জানান, মাশরাফি নড়াইলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে জেলার সকল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও হাসপাতাল ভবন নির্মাণের তালিকা দিযেছেন।

এ বিষয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও টাইগার অধিনায়ক মাশরাফি জানান, নড়াইলের তিন উপজেলার কোন হাসপাতালেই উল্লেখযোগ্য চিকিৎসক নেই, ভবন নেই। এসব বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানিয়েছি। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে।

হাফিজুল নিলু/নড়াইল


শেয়ার করুন :


আরও পড়ুন

ছোটবেলা থেকেই আমি হারতে চাইতাম না : মাশরাফি

ছোটবেলা থেকেই আমি হারতে চাইতাম না : মাশরাফি

হুবহু নকল করা সেই ভক্ত দেখা পেল মাশরাফির

হুবহু নকল করা সেই ভক্ত দেখা পেল মাশরাফির

বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ

বিশ্বকাপের আগে এলাকার উন্নয়ন কাজে মাশরাফির দৌড়ঝাঁপ

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা নিয়ে যা বললেন মাশরাফি

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলা নিয়ে যা বললেন মাশরাফি