জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন শাহজালাল বলী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:১২ এএম, ২৬ এপ্রিল ২০১৯
জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন শাহজালাল বলী

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১০তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন শাহজালাল বলী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে লালদীঘির মাঠে চকরিয়ার তারিকুল আলম জীবন বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।

টান টান উত্তেজনার মূল লড়াই স্থায়ী হয় প্রায় ২৬ মিনিট। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াই চলার সময় দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। জীবন ও শাহজালাল বলীর পক্ষে স্লোগান দেন।

সেমি ফাইনালে কুমিল্লার শাহজালালের মুখোমুখি হন মহেশখালীর সাহাবউদ্দিন। শাহজালাল ২০১৮ সালে রানার আপ হয়েছিলেন।

অপর খেলায় মুখোমুখি হন চকরিয়ার জীবন বলী ও মহেশখালীর মো. হোসেন। ১০ মিনিট জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টসে ফাইনালের টিকিট পান জীবন বলী। তিনি ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বলীখেলা পরিচালনা করেন ৩০ বছরের অভিজ্ঞ রেফারি সাবেক কাউন্সিলর আবদুল মালেক। তাকে সহযোগিতা করেন নূর মোহাম্মদ লেদু ও জাহাঙ্গীর আলম।

বলীখেলায় চ্যাম্পিয়নকে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপকে নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। এছাড়া ২৫ বলীকে নগদ ১ হাজার টাকা ও একটি করে ট্রফি দেওয়া হয়।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধর্নাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এ প্রতিযোগিতার সূচনা করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

টিসিসি কাপের উদ্বোধনী খেলায় বেনাপোলের জয়

টিসিসি কাপের উদ্বোধনী খেলায় বেনাপোলের জয়

নালিতাবাড়ীতে যৌতুক-বাল্যবিয়ে বিরোধী নারী ফুটবল ম্যাচ

নালিতাবাড়ীতে যৌতুক-বাল্যবিয়ে বিরোধী নারী ফুটবল ম্যাচ

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে মাশরাফির পরামর্শ

মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে মাশরাফির পরামর্শ