কাউখালীতে শুরু হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯
কাউখালীতে শুরু হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

পিরোজপুরের কাউখালীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোন্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগীতা শুরু হয়েছে। মঙ্গলবার কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মো.কাউয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, সয়না রঘুনাথপুর ইউপির চেয়ারম্যান এলিজা সাঈদ, ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা চাদঁ, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে কাউখালী ইউনিয়ন বনাম সয়না রঘুনাথপুর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে কাউখালী ২-০ গোলে জয়লাভ করে। এ টুর্নামেন্টে নকআউট প্রদ্ধতিতে মোট ৫টি দল অংশগ্রহণ করছে।

রবিউল হাসান রবিন, পিরোজপুর


শেয়ার করুন :


আরও পড়ুন

নীলফামারীতে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

নীলফামারীতে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

নারায়ণগঞ্জে শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল

নারায়ণগঞ্জে শুরু হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল

যশোর জেলা ক্রীড়া সংস্থার কমিটির বিরুদ্ধে এনএসসির তদন্ত

যশোর জেলা ক্রীড়া সংস্থার কমিটির বিরুদ্ধে এনএসসির তদন্ত

গৃহপরিচারিকার বাড়িতে মাশরাফি, স্যালুট জানালেন এলাকাবাসী

গৃহপরিচারিকার বাড়িতে মাশরাফি, স্যালুট জানালেন এলাকাবাসী