শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯
শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে কামারেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ শেরপুর সদর উপজেলায় কামারেরচর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামারেরচর ইউনিয়ন একাদশ ১-০ গোলে পাকুড়িয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

কামারেরচরের পক্ষে খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে একমাত্র গোলটি করেন আক্রমণভাগের ৬ নম্বর জার্সিধারি খেলোয়াড় ওবায়দুল্লাহ মিয়া। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাহমুদ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও সচিবরা উপস্থিত ছিলেন।
sportsmail24
গোলদাতা কামারেরচর ইউনিয়নের মিডফিল্ডার ওবায়দুল্লাহ মিয়া ‘ম্যান অব দ্য ফাইনাল’ পুরষ্কার লাভ করেন। সুন্দর ব্যবস্থাপনার কারণে পাকুড়িয়া ইউনিয়নের পুটজানা হাইস্কুল মাঠকে সেরা ভেন্যুর পুরষ্কার প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে শেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ফুটবল দল নক-আউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে।


শেয়ার করুন :


আরও পড়ুন

উন্নত চিকিৎসা প্রয়োজন স্বাধীন বাংলা ফুটবলার আব্দুল হাকিমের

উন্নত চিকিৎসা প্রয়োজন স্বাধীন বাংলা ফুটবলার আব্দুল হাকিমের

কুড়িগ্রামে বঙ্গবন্ধু অনূর্ধ-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন পাঁছগাছী

কুড়িগ্রামে বঙ্গবন্ধু অনূর্ধ-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন পাঁছগাছী

কাউখালীতে শুরু হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কাউখালীতে শুরু হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নীলফামারীতে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট

নীলফামারীতে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট