৮ দল নিয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৪ মার্চ ২০২০
৮ দল নিয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট

সুনামগঞ্জে জেলার বিভিন্ন উপজেলার আটটি স্কুল ক্রিকেট দলের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বুধবার (৪ মার্চ) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জেলার পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও প্রাইম ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সিরাজুর রহমান সিরাজ, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আলম নোমান, আম্পায়ার পাভেল চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়, দ্বীনি সিনিয়র মাদ্রাসা, এইচ এম পি উচ্চ বিদ্যালয়, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়, আলহেরা মাদ্রাসা ও পাগলা উচ্চ বিদ্যালয়সহ ৮টি দল অংশগ্রহণ করছে।
sportsmail24
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জানান, একদম তৃণমূল থেকে ভালো ক্রিকেটার খুঁজে বের করা এবং বাংলাদেশের ক্রিকেটে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতেই বিভিন্ন স্কুল পর্যায়ের ক্রিকেটার নিয়ে এমন উদ্যোগ। এর মাধ্যমে সারাদেশেই নতুন নতুন ক্রিকেট তারকা বের হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন আয়োজনে আশা করছি দেশের আরও ভালো কিছু ক্রিকেটার পাওয়া যাবে।

টুর্নামেন্টে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ১৬ মার্চ (সোমবার) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ আর জুয়েল, সুনামগঞ্জ।


শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিবর্ষ উপলক্ষে সুনামগঞ্জে দশ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

মুজিবর্ষ উপলক্ষে সুনামগঞ্জে দশ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

শেরপুরে অনুষ্ঠিত হলো পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শেরপুরে অনুষ্ঠিত হলো পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অলিম্পিক আয়োজনের স্বত্ব হারানোর শঙ্কায় টোকিও

অলিম্পিক আয়োজনের স্বত্ব হারানোর শঙ্কায় টোকিও

সৌম্যর বৌ-ভাত ও সংবর্ধনায় ছিল রাজকীয় আয়োজন

সৌম্যর বৌ-ভাত ও সংবর্ধনায় ছিল রাজকীয় আয়োজন