কুলিয়া ইউনুস স্মৃতি সংসদকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ম্যাগপাই

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৪২ পিএম, ১৪ মার্চ ২০২০
কুলিয়া ইউনুস স্মৃতি সংসদকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ম্যাগপাই

সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৩তম ‘বঙ্গবন্ধু স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০’-এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত এ ম্যাচে কুলিয়া ইউনুস স্মৃতি সংসদকে (সাতক্ষীরা) ম্যাগপাই ক্রিকেট ক্লাব (যশোর) ৩ উইকেটে পরাজিত করে।

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সকালে অনুষ্ঠিত খেলায় প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ম্যাগপাই ক্রিকেট ক্লাবের অধিনায়ক আমিনুর রহমান।

ব্যাট করতে নেমে কুলিয়া ইউনুস স্মৃতি সংসদের অধিনায়ক তারেক এক প্রান্ত আগলে রেখে ৪৬ বলে ৭২ রান সংগ্রহ করেন। তারেক আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কুলিয়া ইউনুস স্মৃতি সংসদ।
sportsmail24
দলীয় ১১৬ রানে ৬ উইকেট হারালে ব্যাট হাতে মাঠে নামেন নিশিত ঘোষ। তার ৭৪ বলে ৭৬ রানের ঝড় ব্যাটিংয়ে ৪০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে তারা।

জবাবে ম্যাগপাই ক্লাব ব্যাট করতে নেমে ৪৫.৫ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। একই সঙ্গে এ জয়ে ম্যাগপাই ক্লাব দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যাগপাই ক্লাবের সাদমান সাকিব।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঝিনাইদহে অসুস্থ ফুটবলারের পাশে খেলোয়াড় কল্যাণ সমিতি

ঝিনাইদহে অসুস্থ ফুটবলারের পাশে খেলোয়াড় কল্যাণ সমিতি

সাতক্ষীরায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে হিসাব বিজ্ঞান চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে হিসাব বিজ্ঞান চ্যাম্পিয়ন

ডেভেলপমেন্ট কাপে শেরপুরে ৬ ক্ষুদে ফুটবলার

ডেভেলপমেন্ট কাপে শেরপুরে ৬ ক্ষুদে ফুটবলার

কক্সবাজারের সকল খেলার মাঠ পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ

কক্সবাজারের সকল খেলার মাঠ পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ