ডিমলায় চলছে মাসব্যাপী ভলিবল ট্রেনিং

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৫ মার্চ ২০২০
ডিমলায় চলছে মাসব্যাপী ভলিবল ট্রেনিং

নীলফামারী জেলা ক্রীড়া অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে ডিমলায় চলছে মাসব্যাপী ভলিবল ট্রেনিং। বাছাই করা ৪০ জন শিক্ষার্থী এ ট্রেনিং করান সুযোগ পেয়েছেন।

৩০টি স্কুলের ১৫০ জনেরও বেশি আগ্রহীদের মধ্য থেকে একদিনের ট্রেনিং হান্টে ৪০ জনকে বাছাই করা হয়। পরে তাদের নিয়ে ব্যতিক্রমধর্মী এ ট্রেনিং শুরু করা হয়।

পুরো আয়োজনটির ব্যবস্থাপনায় রয়েছে ডিমলা স্পোর্টস একাডেমি। ট্রেইনার হিসেবে রয়েছেন মোরশেদুল হক পুলক। গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এ ট্রেনিং শেষ হবে ২৮ মার্চ।

এ ট্রেনিংয়ের মূল লক্ষ্য হলো স্কুল পর্যায় থেকে একটি শক্তিশালী ভলিবল দল গঠন করা। যারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে দেশের পতাকা তুলে ধরতে পারবেন।

পুরো ট্রেনিং অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যে কেউ চাইলে অনুষ্ঠান স্থরে উপস্থিত হয়ে দেখার সুযোগ রাখা হয়েছে। ট্রেনিং শেষে ২৮ মার্চ পুরস্কার বিতরণীর মাধ্যমে এ প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করা হবে।
sportsmail24এদিকে আন্তর্জাতিক মান অনুযায়ী একাডেমি হওয়ার লক্ষ্যে স্কুল পর্যায় থেকে কাজ শুরু করলেও ডিমলা স্পোর্টস একাডেমি ২৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

সেই উদ্দেশে ডিমলা স্পোর্টস একাডেমিতে যেকোনো বিভাগে খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া চলছে । ভর্তি হতে যোগাযোগ করতে চাইলে ডিমলা স্পোর্টস একাডেমির ফেসবুক পেইজে (https://www.facebook.com/DimlaSportsAcademy/) যোগাযোগ করতে বলা হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

কুলিয়া ইউনুস স্মৃতি সংসদকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ম্যাগপাই

কুলিয়া ইউনুস স্মৃতি সংসদকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ম্যাগপাই

ঝিনাইদহে অসুস্থ ফুটবলারের পাশে খেলোয়াড় কল্যাণ সমিতি

ঝিনাইদহে অসুস্থ ফুটবলারের পাশে খেলোয়াড় কল্যাণ সমিতি

সাতক্ষীরায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে হিসাব বিজ্ঞান চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে হিসাব বিজ্ঞান চ্যাম্পিয়ন

ডেভেলপমেন্ট কাপে শেরপুরে ৬ ক্ষুদে ফুটবলার

ডেভেলপমেন্ট কাপে শেরপুরে ৬ ক্ষুদে ফুটবলার