খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়কের মৃত্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ এএম, ২৯ মে ২০২০
খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়কের মৃত্যু

ফাইল ফটো

খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজল (৩৪) হঠাৎই চলে গেলেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোর রাতে যশোরে শ্বশুর বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সর্বশেষ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে (আন্তঃজেলা ক্রিকেট) খুলনা জেলার নেতৃত্ব দিয়েছেন তিনি। ঢাকা লিগেও নিয়মিত মুখ ছিলেন কাজল। সম্প্রতি ক্রিকেট প্রশিক্ষক হিসেবেও পথ চলা শুরু করেছিলেন।

বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমির প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। সর্বশেষ মৌসুমে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে খুলনা জেলা দলের প্রশিক্ষকও ছিলেন। যে দলটিকে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৯ টায় খুলনার খালিশপুর নিজ বাসার পাশে চরের হাট মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, সতীর্থ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তার এমন মৃত্যুতে খুলনার ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, কাজলের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তবে করোনাভাইরাসের কোন উপসর্গ ছিল না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যে কারণে অবসরে যাননি মাশরাফি

যে কারণে অবসরে যাননি মাশরাফি

মাছ শিকার আর আড্ডায় কেটেছে মোস্তাফিজের ঈদ

মাছ শিকার আর আড্ডায় কেটেছে মোস্তাফিজের ঈদ

একদম ভিন্ন রকম একটি ঈদ কাটালাম : নিগার সুলতানা

একদম ভিন্ন রকম একটি ঈদ কাটালাম : নিগার সুলতানা

আশরাফুলের অন্যরকম সতর্কবার্তা

আশরাফুলের অন্যরকম সতর্কবার্তা