বিপিএলে থাকবে টোকিও অলিম্পিকের গাইডলাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ এএম, ২০ জানুয়ারি ২০২২
বিপিএলে থাকবে টোকিও অলিম্পিকের গাইডলাইন

প্রাণঘাতি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে কঠোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দেশের এ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি সফল করতে জৈব সুরক্ষা বলয়ের পরিবর্তে ‘ম্যানেজড ইভেন্ট এনভায়রমেন্ট’ (এমইই) অনুসরণ করা হবে বলে জানিয়েছে বিসিবি’র মেডিক্যাল বিভাগ। যা গত বছর প্রথমবারের মতো টোকিও অলিম্পিকে অনুসরণ করা হয়েছিল।

অলিম্পিক কমিটি দারুণভাবে সফল হওয়ায় অনুপ্রানীত হয়েছে বিবিসি, যা ফলে একই পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছে তারা। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বুধবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘টোকিও অলিম্পিকের আলোকে আমরা এ গাইডলাইনটি অনুসরণ করতে যাচ্ছি। বাংলাদেশের কথা মাথায় রেখেই আমরা টোকিও অলিম্পিকের গাইডলাইন বাস্তবায়নের চেষ্টা করছি।’

দেবাশিষ চৌধুরী বলেন, ‘আগে গোটা বিশ্ব জৈব সুরক্ষা বলয় ব্যবহার করেছে। তবে এখন সেই পদ্ধতি থেকে সরে এসেছে বিশ্ব। এখন ম্যানেজড ইভেন্ট এনভায়রমেন্ট (এমইই) ব্যবহৃত হচ্ছে, যা অ্যাথলেটদের মানসিকভাবে সতেজ রাখার জন্য প্রথম ব্যবহৃত হয়েছে টোকিও অলিম্পিকে। এমইই পদ্ধতিতে জৈব সুরক্ষা বলয়ের কঠোরতা অনেকটা নিরসণ করা হয়েছে।’

বিপিএল মাঠে গড়ানোর আগেই ইতিমধ্যে অনেকের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে এবং তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে কোন দলের বা আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি। দেবাশিষ বলেন, ‘এটি যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, তাই আক্রান্ত খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাবে না।’

বাংলাদেশের অন্য আন্তর্জাতিক সিরিজের মতো এ টুর্নামেন্টটিও সফলভাবে সম্পন্ন করতে ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবিকে সার্বিক সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন বিসিবির এ চিকিৎসক। বলেন, ‘বিপিএল কমিটির নির্দেশনা মোতাবেক করোনা টেস্ট পরিচালনা করা হয়েছে। গত তিনদিনে আমরা প্রচুর টেস্ট করিয়েছি এবং এর ফল ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বহুদলীয় টুর্নামেন্টে অংশিজনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টুর্নামেন্টে খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা প্রটোকল তৈরি করে দিয়েছি। সেখানে নিয়মিত টেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছে করলে সেখানে টেস্ট করাতে পারবেন। তবে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।’

রাজধানী ঢাকার বিভিন্নস্থানে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে, যে কারণে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। বিপিএলের আগে এ ধরনের আয়োজনে কিছুটা সংশয় প্রকাশ করে দেবাশীষ বলেন, অংশিজনকে যতটুকু সম্ভব জনসমাগম পাশ কাটাতে হবে।

তিনি বলেন, ‘এখনো পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পেয়েছি, তাতে বিপিএল আয়োজনে কোন ঝুঁকি নেই। তবে টুর্নামেন্টটিকে যদি সফলভাবে শেষ করতে চাই, তাহলে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি মিরাজ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি মিরাজ

এবারও ইমরুলের কাঁধেই কুমিল্লার দায়িত্ব

এবারও ইমরুলের কাঁধেই কুমিল্লার দায়িত্ব

বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

রোডসকে বিদায় করেছিল বিসিবি, তার কাছেই শিখতে চান সালাউদ্দিন

রোডসকে বিদায় করেছিল বিসিবি, তার কাছেই শিখতে চান সালাউদ্দিন