চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি মিরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ২০ জানুয়ারি ২০২২
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ কারণেই অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকেই এগিয়ে ছিল। শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজকেই বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে অধিনায়ক হওয়ার বিষয়টি জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। সেখানে দেখা যায়, মিরাজের নাম ঘোষণার পর তার মাথায় ক্যাপ পরিয়ে দেন কোচ পল নিক্সন।

নেতৃত্বভার পেয়ে বেশ উচ্ছ্বসিত মেহেদি হাসান মিরাজ। দায়িত্ব পেয়ে মিরাজ বলেন, ‘এ বছর প্রথম চট্টগ্রামের হয়ে খেলছি। তারা আমাকে যে সম্মান দিয়েছে, চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দেওয়ার। এ বছর খুবই ভালো দল করা হয়েছে। নিউজিল্যান্ডে বসে সবাই দল গঠন দেখছিলাম। তরুণদের নিয়ে দল গড়া হয়েছে, তরুণদের ওপর এই আস্থার চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। এটা আমাদের দায়িত্ব।’

শুধু তরুণ ক্রিকেটার নয় অভিজ্ঞ ক্রিকেটারদের উপরও আস্থা রাখতে চান তিনি। এ কারণেই এনামুল হক বিজয় এবং নাঈম ইসলামকেই প্রধান কান্ডারি ভাবছেন মিরাজ।

বলেন, ‘এনাম (এনামুল হক জুনিয়র) ভাই আছেন, নাঈম (নাঈম ইসলাম) ভাই আছেন, তারা দেশকে অনেক দিন সার্ভিস দিয়েছেন। তাদের কাছেও সহায়তা চাচ্ছি। আমি প্রথম চট্টগ্রামকে নেতৃত্ব দিব, এর আগে অন্য দলকে নেতৃত্ব দিয়েছি। আপনারা সহায়তা করলে আমার কাজ সহজ হয়ে যাবে।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড 
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, জাকির হাসান এবং বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাক, চ্যাডউইক ওয়ালটন এবং রায়াদ এমরিট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে খুলনা দলে তানজিদ তামিম

বিপিএলে খুলনা দলে তানজিদ তামিম

এবারও ইমরুলের কাঁধেই কুমিল্লার দায়িত্ব

এবারও ইমরুলের কাঁধেই কুমিল্লার দায়িত্ব

বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট

বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট

এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস