৪০২ দিন পর মাঠের খেলায় মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
৪০২ দিন পর মাঠের খেলায় মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক দীর্ঘদিন ধরে ছিলেন মাঠের বাইরে। রাজনৈতিক ব্যস্ততা আর ফিটনেস সমস্যায় খেলা হয়নি। তবে সবকিছু পিছনে ফেলে ৪০২ দিন পর আবারও ফিরলেন মাঠের ক্রিকেটে।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মিনিস্টার ঢাকার হয়ে নিজেদের চতুর্থ ও টুর্নামেন্টের সপ্তম ম্যাচ দিয়ে মাঠের খেলায় ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ঢাকার একাদশের হয়ে খেলছেন তিনি।

সর্বশেষ ২০২০ সালের ১৮ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলেছিলেন মাশরাফি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছিলেন তিনি। ওই ম্যাচেও অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর ঢাকার হয়ে মাঠে ফেরার ম্যাচেও নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা সর্বশেষ ম্যাচে বল হাতে ৪ ওভার বল করে কোন উইকেট শিকার করতে পারেননি মাশরাফি। বলের পাশাপাশি ব্যাটিং করা সুযোগও পেয়েছিলেন তিনি। জয় পাওয়া ওই ম্যাচে ব্যাট হাতে ৬ বল খেলে এক চারে ৫ রান করেছিলেন মাশরাফি।

টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের জার্সি গায়ে মাশরাফি সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৭ সালের ৬ এপ্রিল, কলম্বেতে শ্রীলঙ্কার বিপক্ষে। জাতীয় দলের জার্সি গায়ে মোট ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে ৪২টি উইকেট শিকার করেছেন মাশরাফি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

ক্রিকেটারদের জন্য সুজন একজন পজিটিভ মানুষ : মাশরাফি

ক্রিকেটারদের জন্য সুজন একজন পজিটিভ মানুষ : মাশরাফি

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

ওয়ান অফ দ্য বেস্ট নয়, সর্বোচ্চ জয় বলাই ভালো : মাশরাফি

তৃতীয় ডাকে মাশরাফিকে দলে ভেড়ালো ঢাকা

তৃতীয় ডাকে মাশরাফিকে দলে ভেড়ালো ঢাকা