বিপিএলে ফিরতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
বিপিএলে ফিরতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতি আসরেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে এবার টানা তিন মেয়াদে মালিকানা দিতে চাইলেও দল কিনতে আগ্রহ দেখায়নি বিপিএল ইতিহাসের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। যদিও এখন সময় শেষে দল নিতে আগ্রহ প্রকাশ করছে তারা।

তিন আসরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। যার মেয়াদ অর্থাৎ, ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ আগস্ট (বুধবার)। ওই সময়ের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ছাড়াও ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্সের মালিকপক্ষ আগ্রহ দেখায়নি এবং কাগজপত্রও জমা দেয়নি।

বিসিবি সূত্রে জানা গেছে, সময় পেরিয়ে যাওয়ার পর এখন দল নিতে আগ্রহ প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সেন মালিকপক্ষ। তবে সময় পেরিয়ে যাওয়ায় বিসিবি এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি।

উত্তেজনা ছড়ানো ফাইনালে কুমিল্লার তৃতীয় বিপিএল শিরোপা

এদিকে, নির্ধারিত সময়ের সময়ের নতুন-পুরোনো মিলে ৯টি প্রতিষ্ঠান বিপিএলের দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা কাগজপত্র জমা দিয়েছে। যেখান থেকে বাছাইপর্ব শেষে সাতটি প্রতিষ্ঠানের হাতের আগামী তিন বছরের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইঞ্জির মালিকানা দেওয়ার কথা রয়েছে।

নির্ধারিত সময়ে আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানগুলো হলো- আখতার গ্রুপ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), বসুন্ধরা গ্রুপ (রংপুর রাইডার্স), প্রগতি গ্রুপ (সিলেট সানরাইজার্স), ফরচুন গ্রুপ (বরিশাল), বৈশাখী গ্রুপ (রাজশাহী)।

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ

এছাড়া ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, রুপা গ্রুপ, মোনার্ক হোল্ডিংস লিমিটেড এবং মাইন্ড ট্রি প্রথমবারের মতো বিপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিষয়ে বিসিবি সংশ্লিষ্ট এক কর্মকর্তা  স্পোর্টসমেইল২৪.কমকে জানান, বিষয়টি নিয়ে আলোচনা করে পরে বিস্তারিত জানানো হবে। কুমিল্লা যেহেতু পুরোনো এবং বিপিএলের সফলতম একটি দল, যার ফলে তাদের চাওয়াটা নিয়েও ভাবতে হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আগ্রহী মোনার্ক মার্ট

বিপিএলে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আগ্রহী মোনার্ক মার্ট

বিপিএলের তিন আসরের তারিখ চূড়ান্ত

বিপিএলের তিন আসরের তারিখ চূড়ান্ত

বিপিএলের সম্ভাব্য সময়ে হবে আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ

বিপিএলের সম্ভাব্য সময়ে হবে আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগ

আইপিএল-বিগ ব্যাশের পরেই বিপিএল: নাজমুল হাসান

আইপিএল-বিগ ব্যাশের পরেই বিপিএল: নাজমুল হাসান