বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় নির্বাচন শেষে ১৯ জানুয়ারি মাঠে গড়াবে দেশের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। দেশের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিতব্য এ আসর শেষ হবে ১ মার্চ।
সোমবার (১১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে বিসিবি থেকে বিপিএলের পূর্ণাঙ্গ সূচি দেওয়া হয়। যদি স্পোর্টসমেইল২৪.কম গতকালই ‘বিপিএল’র সূচি চূড়ান্ত, শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি’ শিরোনামে প্রতিবেদস প্রকাশ করেছিল। যেখানে শুরু এবং ফাইনালের তারিখ জানানো হয়। স্পোর্টসমেইল২৪.কমের নিউজের সাথে আজকে পাঠানো সূচির কোন গড়মিল নেই।
আগের মতো এবারও ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল। ঢাকায় তোট তিন পর্বে খেলা হবে। এছাড়া সিলেট এবং চট্টগ্রামে এক পর্ব করে বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে।
দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায় এবং রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছযটায়। তবে শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায় এবং রাতের ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়।
বিপিএল-২০২৪ এর পূর্ণাঙ্গ সূচি
তারিখ, বার | দিনের ম্যাচ শুরু (১.৩০পিএম) | রাতের ম্যাচ শুরু (৬.৩০ পিএম) |
ঢাকার প্রথম পর্ব | ||
১৯ জানুয়ারি, শুক্রবার | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা | সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
২০ জানুয়ারি, শনিবার | রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল | খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
২২ জানুয়ারি, সোমবার | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা | ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স |
২৩ জানুয়ারি, মঙ্গলবার | সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল |
সিলেট পর্ব | ||
২৬ জানুয়ারি, শুক্রবার | রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স |
২৭ জানুয়ারি, শনিবার | ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা |
২৯ জানুয়ারি, সোমবার | সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা |
৩০ জানুয়ারি, মঙ্গলবার | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স | সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল |
২ ফেব্রুয়ারি, শুক্রবার | সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
৩ ফেব্রুয়ারি, শনিবার | ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স | সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্স |
ঢাকা দ্বিতীয় পর্ব | ||
৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার | রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা | ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
৭ ফেব্রুয়ারি, বুধবার | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স | সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা |
৯ ফেব্রুয়ারি, শুক্রবার | সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা |
১০ ফেব্রুয়ারি, শনিবার | রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা |
চট্টগ্রাম পর্ব | ||
১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স |
১৪ ফেব্রুয়ারি, বুধবার | ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স |
১৬ ফেব্রুয়ারি, শুক্রবার | খুলনা টাইগার্স-দুর্দান্ত ঢাকা | রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
১৭ ফেব্রুয়ারি, শনিবার | সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল | চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা |
১৯ ফেব্রুয়ারি, সোমবার | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স | রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল |
২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার | খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স |
ঢাকা তৃতীয় ও শেষ পর্ব | ||
২৩ ফেব্রুয়ারি, শুক্রবার | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল | সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স |
২৫ ফেব্রুয়ারি, রোববার | এলিমিনেটর ম্যাচ | প্রথম কোয়ালিফায়ার |
২৭ ফেব্রুয়ারি, সোমবার | ------ | দ্বিতীয় কোয়ালিফায়ার |
১ মার্চ | ----- | ফাইনাল |